Shortcut ভাইরাস থেকে মুক্তি পাবার উপায় কি ?

আমি কম্পিউটারে Eset Smart Security ইউস করি। সবসময় আপডেট করি। কিন্তু ইদানীং এই অ্যান্টিভাইরাসের Performance এ আমি বিরক্ত। ভাইরাস তো কিল করছে না বরং ভাইরাসে আক্রমণে আমার পিসির বিশাল পরিমাণ ডাটা হারিয়ে গেছে। নতুন একটি ভাইরাস এসেছে সবকিছু Shortcut হয়ে যাচ্ছে। এখন কি উপায় । ইসেট তো কিছুই করতে পারছে না।
প্লিজ এটার সমাধান দেন।

আর একটি বিষয় আমি কিনে অ্যান্টিভাইরাস ব্যবহার করতে চাই। এজন্য কোনটা ভালো হবে। যেটা পিসিকে ভারী করবে না কিন্তু সর্বোচ্চ Protection দিবে।

আমার পিসির র‍্যাম 2GB হার্ডডিস্ক ৩২০ । এই দিক দিয়ে বললে বেশ উপকার হতো ।

Level 0

আমি শাহাদাত হুসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 214 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am shahadat from RUET. I am so simple.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apni latest kono antivirus use kore dekhte paren.cz amr o emon hoyechilo.then avast new version install kore scan krlam.onek gulo virus dhora pore.ogulo delete korar por prblm solve hoye giachilo.

Level 0

ভাইরাস সমস্যার একমাত্র সমাধান ভালোমানের এন্টিভাইরাস। বাজারে ভালোমানের অনেক এন্টিভাইরাস পাওয়া যায়, যেমন: ক্যস্পারস্কি, নরটন ইত্যাদি। আমি ব্যক্তিগত ভাবে ক্যাস্পাস্কি পছন্দ করি। আপনি ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১২ এর অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করুন। এর পর লাইসেন্স এর জন্য আপনার মেইল আইডি দিন আমি ফ্রি পাঠিয়ে দেব, ডাউনলোড করে এক্টিভেট করুন। আপডেট করুন তারপর ফুল স্ক্যান করুন। দেখবেন ভাইরাস থেকে আপনি মূক্ত। কোনো সমস্যা হলে টেকটিউনের মাধ্যমে জানান, সাধ্যমত সমাধান দিতে চেষ্টা করবো।ধন্যবাদ।

    @Mamun: কিন্তু এটা তো আমার পিসির বারোটা বাজায় । খুব ভারী আর আপডেট খুব স্লো।

    @Mamun: মামুন ভাই, আমি আমার ইমেইল এড্রেস দিচ্ছি আমাকে আপনি ক্যাস্পারস্কাই এর লাইসেন্স সেন্ড করবেন প্লিজ ? আর ক্যাস্পারস্কাই ইনটারনেট সিকিউরিটি কি অটোক্লিন করে দেয় ফাইলগুলো ? আমি কি এটা বন্ধ রাখতে পারি যেন ফাইল রিমুভ করার আগে আমাকে বলে করবে ? আমার ইমেইল : [email protected]

Level 0

আপনার পিসির র‌্যাম ২ জিবি, হার্ডডিস্ক ৩২০ ঠিক আছে, প্রসেসর এর ক্লক স্পিড কত? কি প্রসেসর? তা লেখেন নি। আপডেট স্লো অভিযোগ মেনে নিতে পারছি না, তবে এর ডাটাবেজ বড় হওয়ায় প্রথম বার আপডেট করতে অনেক সময় নেয়। পরবরর্তীতে খুব অল্প সময়ে আপডেট নেয়।ক্যস্পারস্কি অপারেটিং সিষ্টেমের ইনফেকটেড ফাইলও ডিজইনফেক্টেড করতে পারে বলে এটি আমার খুবই প্রিয় এন্টিভাইরাস। আমি দীর্ঘ ৫ বছর থেকে কোনো রকম ঝামেলা ছাড়াই এটি চালাচ্ছি। আপনি শুনে হয়তো অবাক হবেন আমি প্রায় ২ বছর আগে অপারেটিং ইন্সটল করেছি, এখনও চলছে!