আমার একটি 160 (gb ) ipod আছে কিছুদিন পূর্বে একটি সমস্যার কারণে এটি আর নরমাল ভাবে ইউজ করতে পরছিলাম না কিন্তু এটিকে usb mass stores মানে পেনড্রাইভ হিসাবে ব্যবহার করতে পারতাম ১৬০জিবি থাকায় খুব ভাল ভাবেই ব্যবহার করতাম।এখন সমস্য হলো কম্পিটারে কানেক্ট দিলে format চায় কিন্তু format নেয়না (পূর্বে itunes ছাড়াই চলতো)এখন আমি কি করতে পারি সাহায্য চাইছি।
আমি আরিফ বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 55 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।