আমার একটি ব্লগ সাইট আছে। আমি সেটিতে infolink এর এড ব্যবহার করি। টিটির অভিজ্ঞ এবং দক্ষদের কাছে আমার জিজ্ঞাসা আমি এই infolink এর এড থাকাবস্থায় google adsence এর জন্য আবেদন করতে পারব কিনা? করলেও তা গ্রহণযোগ্য হবে কিনা? আমি অনলাইনে একেবারেই কাঁচা। তাই এখানে আমি আমার ব্লগের লিংক দিলাম না। কিন্তু আপনাদের সহযোগীতা আমার খুবই দরকার। দয়া করে কেউ একটু সাহায্য করবেন কি?
আমি Dhukkowala। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Infolinks থাকা অবস্থায় Adsense এর জন্য আবেদন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও কোন অবস্থাতেই Adsense এর জন্য আবেদন করার সময় Approve না হওয়া পর্যন্ত অন্য কোন বিজ্ঞাপন ব্যবহার না করাই ভালো। এতে অ্যাকাউন্টটি Approve না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তবে, আপনার অ্যাকাউন্টটি একবার Approve হয়ে গেলে তখন একই সাথে Adsense ও infolinks ব্যবহার করতে পারবেন।
আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট http://www.helpfulhub.com এ। – ধন্যবাদ।