আমাকে কেউ কি একটু বলতে পারবেন Unverify Payza এবং Paypal এ্যাকাউন্টে কি টাকা পাঠানো যায়?
যদি পাঠানো যায় তাহলে আমি কি সেই টাকা ব্যাংক থেকে তুলতে পারব?
আর যদি পাঠান না যায় তাহলে আমার করণীয় কি এবং এমন কোন সহজ উপায় কি আছে যার মাধ্যমে Payza এবং Paypal এ্যাকাউন্ট গুলো verify করা যায়।
আশা করি আমি আপানাদের কাছে আমার প্রশ্নের সঠিক উত্তর পাবো।
আমি soul_hacker। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি Unverified Payza বা Paypal অ্যাকাউন্টে ডলার নিতে পারবেন কিন্তু তা কোন ব্যাংক থেকে তুলতে পারবেন না। তুলতে গেলে অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে। তাই ঐ ডলার ক্যাশ করতে হলে আপনাকে এরকম কারো অ্যাকাউন্টে ডলার বিক্রি করে তার কাছ থেকে ক্যাশ টাকা নিতে হবে।
আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন বাংলায় প্রশ্ন-উত্তর ভিত্তিক ওয়েবসাইট http://www.helpfulhub.com এ। – ধন্যবাদ।