আমি আজকে একটি টিউন প্রকাশ করলাম, এর পরে প্রধান পাতায় এসে দেখি তালিকায় ৫ নম্বরে আমার টিউন দেখাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো একই সময়ে অন্য টিউনাররাও লেখা প্রকাশ করেছেন, সেই সূত্রে হয়তো ৫ নম্বরে এসেছে আমার টিউন। কিন্তু খেয়াল করে দেখলাম যে আমার আগের ৪'টি টিউনের তারিখ ২৭ আর ২৮'শে এপ্রিল ২০১০। আমি অবাক হলাম এতে, পূর্বের তারিখের টিউন কিকরে সাম্প্রতিক টিউনের আগে দেখাচ্ছে। বুঝতে পারলাম না এর কারন কী। মনে হলো যে আগের ৪'টি টিউন হয়তো Sticky করা হয়েছে; কিন্তু স্টিকি পোস্ট কিনা সেটা বোঝার কোনো সুবিধা নেই। অন্যান্য সাধারন টিউনের সাথেই মিলে গেছে। (নিচে টিউনের শেষের দিকে দেওয়া ছবিতে দেখুন)
মডারেটাররা দয়া করে এই বিষয়ে একটু নজর দিন, প্রয়োজনে টেমপ্লেট এডিট করে স্টিকি পোস্ট বোঝার সুবিধার্থে চারপাশে রঙীন বর্ডার দিয়ে দিন। নয়তো খুব ভালো হয় যদি সাইডবারের অনেকটা ফাঁকা পড়ে থাকা অংশটিকে ব্যবহার করতে পারেন এইসব স্টিকি পোস্ট প্রদর্শনের উদ্দেশ্যে। "সাহায্য চাই" বিভাগ যেমন সাইডবারে আছে, তেমন করেই এখন যেখানে বিভাগ তালিকা আছে তার উপরেই স্টিকি পোস্ট দেখান। এতে সাধারন টিউন তালিকার সঙ্গে স্টিকি পোস্ট মিলে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবেনা, এবং সাইডবারের উপরের দিকে থাকলে সবার নজরেও পড়বে।
এই মুহুর্তে টেকটিউনস হোমপেজে over the fold দৃশ্যটি কোনোই সাম্প্রতিক লেখা দেখায়না। অনেকটা স্ক্রোল করে গিয়ে তবে সাম্প্রতিক টিউন তালিকা শুরু হচ্ছে। আমার ব্যাক্তিগত মতে বিষয়টি দৃশ্যত শোভন হচ্ছেনা। ব্লগের লেটেস্ট আপডেট এতোখানি স্ক্রোল করে গিয়ে তবে দেখবেন আগত পাঠকরা? আর, যেহেতু একটি "নির্বাচিত" টিউন আছে, এবং পরেরগুলি সেই ট্যাগ না দেওয়া অথচ স্টিকি পোস্ট, তাই over the fold যেটুকু দেখা যাবে সেটা দেখতে পাঠক একনজরে ভাববেন যে ব্লগের শেষ আপডেট হয়েছে ১/২ দিন আগে! টেকটিউনস অনেক জনপ্রিয়, এখানে নিয়মিত আপডেট হয় - আমরা সেটাই হাইলাইট করলে ভালো হবে। স্টিকি পোস্টের গুরুত্ব হনন যেন নাহয় তাই সাইডবারের উপরের দিকে রাখতে অনুরোধ জানাচ্ছি।
নিচের ছবিটি দেখুন, টিউন তালিকা কি এইরকম দেখানো উচিৎ? সহ-টিউনাররাও তাদের মতামত প্রদান করুন, আপনারা কি মনে করছেন এই বিষয়ে -
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
আমিও এ বিষয়ে লিখতে চাইছিলাম , বিষয়টা বেশ দৃষ্টিকটু । কতৃপক্ষকে এ ব্যাপারে দৃষ্টি দেবার অনুরোধ করছি ।
আরেকটি ব্যাপার ( যদিও এখানে বলা ঠিক হচ্ছে না ) , টেকটিউনসের ড্যাশবোর্ডে Quick Press নামের ইউজেটটা কোন কাজে আসে না । এটার বদলে নিজের টিউনগুলোর মন্তব্য দেখতে পেলে খুব ভালো হত । টেকটিউনস সব দিক দিয়েই এখন মোটামুটি ফিট কিন্তু মন্তব্য ব্যবস্থাপনার ব্যাপারটা খুব খুউব দুর্বল ।