টেকটিউনসের পোস্ট তালিকা বিভ্রান্তিকর কেন?

আমি আজকে একটি টিউন প্রকাশ করলাম, এর পরে প্রধান পাতায় এসে দেখি তালিকায় ৫ নম্বরে আমার টিউন দেখাচ্ছে। প্রথমে ভেবেছিলাম হয়তো একই সময়ে অন্য টিউনাররাও লেখা প্রকাশ করেছেন, সেই সূত্রে হয়তো ৫ নম্বরে এসেছে আমার টিউন। কিন্তু খেয়াল করে দেখলাম যে আমার আগের ৪'টি টিউনের তারিখ ২৭ আর ২৮'শে এপ্রিল ২০১০। আমি অবাক হলাম এতে, পূর্বের তারিখের টিউন কিকরে সাম্প্রতিক টিউনের আগে দেখাচ্ছে। বুঝতে পারলাম না এর কারন কী। মনে হলো যে আগের ৪'টি টিউন হয়তো Sticky করা হয়েছে; কিন্তু স্টিকি পোস্ট কিনা সেটা বোঝার কোনো সুবিধা নেই। অন্যান্য সাধারন টিউনের সাথেই মিলে গেছে। (নিচে টিউনের শেষের দিকে দেওয়া ছবিতে দেখুন)

মডারেটাররা দয়া করে এই বিষয়ে একটু নজর দিন, প্রয়োজনে টেমপ্লেট এডিট করে স্টিকি পোস্ট বোঝার সুবিধার্থে চারপাশে রঙীন বর্ডার দিয়ে দিন। নয়তো খুব ভালো হয় যদি সাইডবারের অনেকটা ফাঁকা পড়ে থাকা অংশটিকে ব্যবহার করতে পারেন এইসব স্টিকি পোস্ট প্রদর্শনের উদ্দেশ্যে। "সাহায্য চাই" বিভাগ যেমন সাইডবারে আছে, তেমন করেই এখন যেখানে বিভাগ তালিকা আছে তার উপরেই স্টিকি পোস্ট দেখান। এতে সাধারন টিউন তালিকার সঙ্গে স্টিকি পোস্ট মিলে গিয়ে বিভ্রান্তির সৃষ্টি হবেনা, এবং সাইডবারের উপরের দিকে থাকলে সবার নজরেও পড়বে।

এই মুহুর্তে টেকটিউনস হোমপেজে over the fold দৃশ্যটি কোনোই সাম্প্রতিক লেখা দেখায়না। অনেকটা স্ক্রোল করে গিয়ে তবে সাম্প্রতিক টিউন তালিকা শুরু হচ্ছে। আমার ব্যাক্তিগত মতে বিষয়টি দৃশ্যত শোভন হচ্ছেনা। ব্লগের লেটেস্ট আপডেট এতোখানি স্ক্রোল করে গিয়ে তবে দেখবেন আগত পাঠকরা? আর, যেহেতু একটি "নির্বাচিত" টিউন আছে, এবং পরেরগুলি সেই ট্যাগ না দেওয়া অথচ স্টিকি পোস্ট, তাই over the fold যেটুকু দেখা যাবে সেটা দেখতে পাঠক একনজরে ভাববেন যে ব্লগের শেষ আপডেট হয়েছে ১/২ দিন আগে! টেকটিউনস অনেক জনপ্রিয়, এখানে নিয়মিত আপডেট হয় - আমরা সেটাই হাইলাইট করলে ভালো হবে। স্টিকি পোস্টের গুরুত্ব হনন যেন নাহয় তাই সাইডবারের উপরের দিকে রাখতে অনুরোধ জানাচ্ছি।

নিচের ছবিটি দেখুন, টিউন তালিকা কি এইরকম দেখানো উচিৎ? সহ-টিউনাররাও তাদের মতামত প্রদান করুন, আপনারা কি মনে করছেন এই বিষয়ে -

টেকটিউনস পোস্ট তালিকা

Level 0

আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও এ বিষয়ে লিখতে চাইছিলাম , বিষয়টা বেশ দৃষ্টিকটু । কতৃপক্ষকে এ ব্যাপারে দৃষ্টি দেবার অনুরোধ করছি ।
আরেকটি ব্যাপার ( যদিও এখানে বলা ঠিক হচ্ছে না ) , টেকটিউনসের ড্যাশবোর্ডে Quick Press নামের ইউজেটটা কোন কাজে আসে না । এটার বদলে নিজের টিউনগুলোর মন্তব্য দেখতে পেলে খুব ভালো হত । টেকটিউনস সব দিক দিয়েই এখন মোটামুটি ফিট কিন্তু মন্তব্য ব্যবস্থাপনার ব্যাপারটা খুব খুউব দুর্বল ।

ভালো টিউনগুলোকে যথাযথ পৃষ্টপোষকতা দেওয়াই ছিল এর আসল উদ্দেশ্য এজন্য ভালো টিউনগুলোকে স্টিকি করে দেওয়া হয়েছে।তবে এটা পরীক্ষাপুলক এই ব্যাপারে টিনটিন ভাই আরও ভালো জানে।

    আমিও একমত, নিশ্চয় ভালো এবং উল্লখযোগ্য টিউনগুলিকে প্রাধান্য দেওয়া ভালো, এতে কোনো সন্দেহ নেই। প্রশ্নটা ডিজাইন নিয়ে। স্টিকি’র সঙ্গে সাধারন টিউন পার্থক্য করা যাচ্ছেনা।

    মান সম্মত টিউন কে প্রাধান্য দেয়াই এর উদ্দেশ্য

    আমার বক্তব্য মনে হয় বোঝাতে পারছিনা। ভালো মানের জিনিসকে তার মর্যাদা দিতে আমিও একমত, কিন্তু বর্তমানে সাধারন ও অসাধারন (ভালো মানের) সব মিলেমিশে গেছে, আলাদা করে চেনা যাচ্ছেনা। আমি আলাদা করে চিনতে পারার সুবিধা দেওয়ার কথাই বলছি। পাঠকরা যেন পার্থক্য বুঝতে পারে।

    হুম আপনার এই পয়েন্ট এ একমত না হয়ে উপাই নাই।
    😀 😀 😀

রিয়াপু আমি বুঝতে পেরেছি …… এটা দিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছি …… শুধু ভালো টিউনকে পৃষ্ঠপোষকতা করে ভালো টিউনের স্ট্যান্ডার্ড টিউনারদের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ ….. তবে আপনার কথাও ঠিক …. শিঘ্রই আমরা সেগুলো ফিক্স করে ফেলব।

ধন্যবাদ

    প্রথমেই ধন্যবাদ রিয়া আপু’কে এই সমস্যাটি তুলে ধরার জন্য… আশা করি এর পুনরাবৃত্তি হবে না পরবর্তী’তে… :!
    পোস্টগুলো স্টিকি করা হয়েছিল ভালো কথা কিন্তু একসাথে ৪ টা টিউন… ❗ ❗ আর এই রকম পরিস্থিতি নতুন কিছু নয় আগেও দেখেছি… কিন্তু একটা বিষয় অবাক করে, যাদের টিউন স্টিকি করা হয় তারা এডমিন প্যানেলের টিউনার 😉 সাধারন টিউনারের টিউন খুব কম’ই চোখে পড়েছে এ পর্যন্ত ❗ আর নির্বাচিত বিভাগে একই প্রতিফলন… তার অর্থ কি টেকটিউনে ভালো টিউনার কম ❓ ❓ … যদি কম হয় তবে টিউনারদের মান উন্নয়নে কর্তৃপক্ষের পদক্ষেপ নেয়া প্রয়োজন। আর স্টিকি করা পোস্টের জন্য মাইক্রোটিউন বা সাহায্য বিভাগের মত নতুন এতটি বিভাগ খোলা যেতে পারে… এছাড়া টেউনটিউনস নিয়ে যত টিউন করা হয় এডমিন প্যানেল থেকে সে সবের জন্যও মাইক্রোটিউন বা সাহায্য বিভাগের মত নোটিশ বোর্ড থাকতে পারে :

    আমি আমার নিজের মতামত দিচ্ছি আর অফিসিয়ালি মতামত দিবেন টিনটিন ভাই।
    এই ব্যাপারটা পরীক্ষামূলক আগেও বলা হয়েছে তাই একইসাথে চারটা টিউন দেওয়া হয়েছে কারন একটাতো অফিসিয়াল ঘোষনা আর বাকী ৩টা টিউন অ্যাডমিন প্যানেল কোয়ালিটি টিউন লেগেছে তাই দিয়েছে এখানে এডমিন প্যানেল বা সাধারণ টিউনার কোন প্রাথর্ক্য নেই।আর আপনি যখন এই কমেন্টস দিয়েছেন তখন কিন্তু তিনটা টিউন সরিয়ে নতুন করে ২ টা টিউন বসিয়ে দিয়েছে যারা সাধারন টিউনার তাই অভিযোগের কোন অবকাশ নাই।আর নির্বাচিত বিভাগ নিয়ে এক ধরনের জোকস প্রচলিত আছে আর এটা সবজায়গায় প্রতিফলন হয় সেটা হলো নির্বাচিত বিভাগে হিট টিউনের বদলে সুশিল সমাজ টাইপ টিউন বেশি জায়গা করে নেয়।তবে নির্বাচিত টিউন অবশ্যই কোয়ালিটি টিউন হয়।
    আর টেকটিউনস এর মান নিয়ে আর কেউ না হলেও আমি কিছুটা দ্বিদাগ্রস্ত কারন সফটওয়্যারের টিউন ছাড়া খুবই কমই ভালো টিউন আসে।তাই এই গন্ডি থেকে বেরিয়ে আসাটাও জরুরী।আশা করি বুঝতে পারছেন।

এডমিন প্যানেলের টিউনার রা সবসময় বাড়তি একটা সুবিধা ভোগ করেন যা সাধারণ টিউনার রা পান না……..ব্যাপারটা অনেকটা জোর করে গিলে খাওয়ানোর চেষ্টা…….

    প্রমান দেখান আর আমি অ্যাডমিন প্যানেলে আসার পর আমার কোন টিউন নির্বাচিত হয়নি কিন্ত এর আগে আমার ২টা টিউন নির্বাচিত হয়েছে।অ্যাডমিন প্যানেলে আসার আগেও আমারা টিউনে কমেন্টস বেশি পড়তো এখনো পড়ে ।আর নির্বাচিত পোস্টে সবসময় কোয়ালিটি টিউ্ন দেওয়ার চেষ্টা করা হয় যা পাবলিক চয়েসের চেয়ে কোয়ালিটির দিকে দেখা হয়।আর এ্যাডমিন প্যানেল শব্দটা এসেছেতো আমাদের বেলায় ১ মাস আগে থেকে।তার আগে থেকেই আমরা সবসময় টেকটিউনসের সাথৈই ছিলাম ।আর অ্যাডমিন প্যানেল বলতে কাকে বুঝাচ্ছেন ।?স্টিকি পোস্ট সিস্টেমটাতো ২ দিন আগ থেকে পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে আর এখনতো যাদের টিউন আছে তারাতো সাধারণ টিউনার।আর আপনি যদি বলেন জরিপ,ঘোষনার পোস্টগুলোর কথা ?তাহলে আমার কিছুই বলার নাই

    আরেকটা কথা স্টিকি পোস্টের ব্যাপারটা একটু ভিন্ন এখানে কমেন্টস না দেখে কোয়ালিটি এবং সুশিল সমাজ টাইপ পোস্ট দেওয়া হয় বেশি।এটা শুধু টেকটিউস এ না শধু সমস্ত বাংলা ব্লগগুলোতেই একই অবস্হা।নাফিস ইফতেখার,ফিউশন ফাইভ হলো সামু ব্লগের জান কিন্তু তাদের পোস্ট কখনো স্টিকি হয়নি ।।আশা করি বুঝতে পারছেণ।আর আপনি কোয়ালিটি টিউন করেন আপনারটা নির্বাচিত পোস্ট করার জন্য আমি তদবিরে নামবো সমস্যা নাই।একেবারে এক্সুসিভ না হলে সফটওয়্যারের টিউনগুলোকে নির্বাচিত/স্টিকি পোস্টের /কোয়ালিটি পোস্টের আওতায় আনা হয়না।এটা শুধু টেকটিউনস এ না সব ব্লগেও একই অবস্হা।

    কান নিয়েছে চিলে????
    হায় হায় দোউর দোউর দে রে চি্ল রে আগে ধর।
    পরে কান চেক কর।
    এই হইলো বাঙ্গালি।

Level 0

Riya madam ata Techtunes ar bug..Hahahahaha

Level 0

প্রথমে রিয়া আপুকে ধন্যবাদ এই বিষয়টা নিয়ে লিখার জন্য। আমি ব্যাপারটা খেয়ার করিছলাম এটা ঠিক হয়নি………এতে করে আমার মত নতুন টিউনরা টিউন করার ইচ্ছা হরিয়ে ফেলবে। আর মামুন ভাই এর মন্ত্যবটি আমার কছে কেমন যেন এলোমেল মনে হচ্ছে !!! ……………………আশা করি টিনটিন ভাই ত্ত মডারেটরা এই সম্যাসার সমাধান করবে।… শাকিল ভাই কোথায় ..। শাকিল ভাই এর মন্তব্য জন্য wait করছি।

    নতুন টিউনাররা উৎসাহ হারানোর কোন কারন দেখিনা ।তারা বরং স্টিকি পোস্ট হতে পারে সেই আশায় মান উন্নায়নের চেষ্টা করবে।গত দুইবছর ধরে আছি প্রায় ৯৯% টিউনই সফটওয়্যার নিয়ে টেকটিউনস এর কোন উন্নতি দেখিনা।অধিকাংশরাই ৬ মাস টেকটিউনস এর সাথে থাকে তারপর তারা সবাই ফুট আমার দেখা মতে আমি,শাকিল ভাই ,সাম্য হাসিব এই চারজন ছাড়া এত দীর্ঘ সময় টেকটিউনস এর সাথে কেউ নাই।সবাই চলে গেছে শুধু কোয়ালিটি পোস্ট এর অভাবে। একটাই কিছুদিন থাকার পর সবাই অ্যাডভান্স হয়ে যায় তখন আর সফটওয়্যাররে টিউন ভালো লাগেনা ।তাই এই ধরনের অ্যাডভান্স ভিজিটরদের ধরে রাখার জন্য এই সিস্টেমের সমর্থন দিয়েছিলাম ।আর একটা কথা অস্বীকার করতে পারবেন না ।আমি বা শাকিল ভাই আমাদের স্টিকি পোস্টের কোন দরকার নাই আমাদের পোস্ট এমনিই কমেন্টেসে কমেন্টেসে ভরে যায়।তাই আমি এর সমর্থণ করেছিলাম আপনাদের জন্য আমাদের জন্য নয়।আর আপনারা যদি কোয়ালিটি পোস্ট করেন তা সবার আগে স্টিকি হবে।আর আরেকটা কথা ভুললে হবেনা।আমরা আমাদের যোগ্যতা দিয়েই অ্যাডমিন প্যানেলে এসেছি।

আমাদের সকলের প্রিয় গুরু জ্ঞানগর্ভ শাকিল আরেফিন সাহেব এর মূল্যবান মন্তব্য এর জন্য অপেক্ষা করছি।

    “শাকিল আরেফিন বলেছেন আমি বর্তমানে টেকটিউনসের কারিগরি একটি সমস্যার জন্য মন্তব্য করতে পারছি না তবে এ বিষয়ে আমার বক্তব্য হচ্ছে টেকটিউনসে কখনোই এমন কোন আচরন ছিলনা যাতে এডমিন প্যানেল আর টিউনারদের মধ্য পার্থক্য সৃষ্টি হয় এমন কি টেকটিউনস কখনই টিউনারকে বিচার করে না করে তার টিউন কে যার বড় উদাহরন হল প্রথম মিটআপের আগে আমি নিজেও জানতাম না যে এই সাইটের মডারেটর কে এবং টেকটিউনস তার প্রতিটি কাজের স্বচ্ছতা বজায় রাখে সকলের কাছে।

    তবে বর্তমানে টেকটিউনস সকলের কাছে পৌছে দেবার জন্য বেশ কিছু প্রজেক্ট হাতে নেয়া হয়েছে এবং এক এক করে প্রয়োগ করে দেখা হচ্ছে। হয়তো এতে সাময়িক কিছু ভুল ত্রুটি হতে পারে তবে আপনারা অবশ্য্ই বিশ্বাষ রাখবেন টেকটিউনস কতৃপক্ষ যা করছে তা শুধু্ই আপনাদের এবং টেকটিউনসের ভালো জন্যই। তাই আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পরিস্থাতির সঙ্গে মানিয়ে নেবার অনুরোধ করছি। আর আশা করবো আমাদের সকল পদক্ষেপ আপনাদেরকে প্রযুক্তির সুরে মেতে ওঠার জন্য সহায়ক হবে।”

প্রিয় টিউনার, আপনাদের সবাইকেই অনুরোধ করছি, এই ব্যাপারে আপাতত ধৈর্য ধরুন। টিনটিন যে মন্তব্য করেছেন, সেটিকে বুঝুন। ব্যাপারটা সাঙ্ঘাতিক কিছু নয়, পরীক্ষামূলকভাবে নতুন কিছু করে দেখা হচ্ছে, ভালো মন্দ বুঝে নিশ্চয় মডারেটাররা ব্যবস্থা নেবেন। আমি প্রায় এক মাসের মতো সমইয় ধরে গরহাজির ছিলাম, তাই এই নতুন ফিচার জানিনা, তাই জিজ্ঞাসা বিভাগে লিখে সবার মতামত জানতে চেয়েছিলাম। যেকোনো ভালো কিছু একটা পরীক্ষানীরিক্ষার মধ্যে দিয়েই আসে, সেই সময়টুকু দেওয়া হোক। টেকটিউনসের শেষ মিটিংয়ে অনেকগুলি গুরুত্বপূর্ণ সিদ্দান্ত নেওয়া হয়েছে, অনেককেই অনেক কিছু দায়িত্ব দেওয়া হয়েছে – সেইসব টেকটিউনসকে আরো উন্নত করে তোলার উদ্দেশ্যেই।

নতুন টিউনাররা আশা হারাবেন না, আর পুরোনো টিউনাররা তো জানেনই টেকটিউনসের অভিজ্ঞরা কেউই দায়িত্বজ্ঞানহীন ব্যাক্তি নয় – সুতরাং আমার মনে হয় মডারেটাররা কেউ পক্ষপাতিত্ব করবেন না কিম্বা কারো প্রতি তারা অবিচার করবেন না। আপাতদৃষ্টিতে মনে হতে পারে মডারেটারদের টিউনগুলোই কেবল স্টিকি পোস্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন তারাও কোয়ালিটি টিউনার বলেই তাদেরকে মডারেটারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ব্যাপারে আপাতত আর বেশি বিতর্কের প্রয়োজন নেই, টিনটিন আশ্বাস দিয়েছেন, তার নজরে আছে, সবকিছু ভালোর জন্যই করা হচ্ছে এবং সমস্যা কিছু থাকলে সেটা ফিক্স করে ফেলা হবে। মডারেটারদেরকে সেই সময়টা দিন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, টিউনটি পড়ার জন্য এবং আলোচনায় অংশগ্রহণের জন্য, সকলের মতামতই মূল্যবান।

নতুন টিউনারদেরকে আবারও বলি, টেকটিউনস কিন্তু অন্য কয়টা কমিউনিটি ব্লগের মতো নয়, এখানে আলোচনা/বিতর্ক যাই বলুন সব বন্ধুত্বপূর্ণ পরিবেশেই হয়ে থাকে, এখানে কেউ খুব রুক্ষ কিম্বা প্রচণ্ড আক্রমাত্মক নয় – এই কারনেই আমি এখানে এতোদিন আছি এবং আপনারাও ধৈর্য ধরে এখানে থাকুন, সব ভালোই হবে। আমিও আশা রাখছি, আপনারাও আশা রাখুন।

রিয়া আপু আমি আপনার সাথে সম্পুর্ণ একমত…..

রিয়াপু আমার বক্তব্য বোঝার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি বাকী টিউনাররা আশাহত হবেন না …… হবার কারণও নেই …… টিউন কোয়ালিটি সম্পন্য হলে অবশ্যই নির্বাচিত অথবা স্টিকি করা হবে।

ধন্যবাদ

উদাহরন হিসেবে বলতে পারি রিয়া আপুর লাস্ট টিউনটা ।খুব ভালো এবং কোয়ালিটি পোস্ট কিন্তু কি হলো কমেন্টস খুবই কম তাহলে দেখা যাবে কি রিয়াপু এই ধরনের পোস্ট লেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে ।এজন্য উনার পোস্টটা স্টিকি করা হয়েছিলো যেন কোয়ালিটি পোস্ট্গুলো পৃস্টপোষকতা পায় এবং সবাই কোয়ালিটিপোস্ট লেখার প্রতি আগ্রহী হয়।মনে হয় বুঝতে পারছেন।

আমি, মামুন, শাকিল ভাই, হাসিব , টিনটিন সবাই আলাদা আলাদা হলেও, আমাদের চিন্তা বা মতামত প্রায় একইরকম। এখানে শাকিল ভাই কিছু বললেই যে সেটা ঠিক বা বেঠিক এমন টা ভেবে বসে থাকলে আমি বলবো আপনি বা আপনারা এখনো ঘুমেই আছেন।
দয়া করে জেগে উঠুন।

আপু আমার ফোরাম এ পস্ট করার জন্য আবেদন করলাম ছট বলে অবহেলা করবেন না প্লিজ
http://banglartune.webs.com/