সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সবাই খুব ভালো আছেন। কিছু দিন পূর্বে আমি Symphony W32 এন্ড্রয়েড ফোন কিনেছি। কিন্তু এই মোবাইলের র্যাম এবং রম খুব কম। যা আমাকে মাঝে মাঝে খুব ঝামেলায় ফেলায়। তাই আমি rohesoft ram expander ব্যবহার করার প্রস্তুতি নিই। কিন্তু এখন দেখি আমার ফোনে ক্লাস10 এর মেমোরি কার্ড ব্যবহার করার পরও memorycard write speed 11Mb/s এর বেশি স্পীড নেই। তাই আমার ফোনে একটা কাস্টম রম ব্যবহার করা দরকার। অনুগ্রহ করে এই বিষয়ে হেল্প করুন। (কিভাবে ডাউনলোড ও ইন্সটল করব)। আর যদি অন্য কোন উপায়ে র্যাম বাড়ানো যায় সেটাও শেয়ার করুন। প্লিজ।
আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।