আমি কোনোভাবেই নোকিয়া N82 হ্যাক করতে পারছি না। All Patch Apply করলে সবগুলো লাল হয়ে থাকে। আমি অনেক ভাবে চেস্টা করেছি কিন্তু কাজ হয়নি। প্লিজ কেও নোকিয়া N82 হ্যাক করার কৌশল জানলে প্লিজ বলেন। PC দিয়ে হ্যাক করা গেলেও বলেন।
খুব সমস্যায় আছি। প্লিজ হেল্প করেন।
এটিঃ 1) S60v3
2) FP1
3) installserver.exe(9.2)
আমি Ahanaf Akib Mostofa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।