প্রায় এক বছর পর অনেক কষ্টের পরে অ্যাডসেন্স পাইলাম কিন্তু পাওয়ার পর ই দেখা দিল যত সমস্যা । আগেই বলে রাখি আমার সাইট টা ব্লগার এ এবং মিউজিক রিলেটেড। প্রথমত সুন্দর দেখে একটা টেম্পলেট বসাইলাম । এবং এই টেম্পলেট বসানোর পর ভিজিটর বাড়তে লাগলো, দিনে ৪০০-৪৫০ জন ভিজিটর আসতে লাগলো । এই টেম্পলেট বসানোর ২ দিন পর ই অ্যাডসেন্স পাইলাম । সবার কাছে অ্যাডসেন্স আনন্দের বিষয় হলেও কিছু প্রবলেমের কারনে আমি খুব ই চিন্তিত । প্রবলেম গুলো হল
১। এই টেম্পলেট বসানোর পর এলেক্সা রেঙ্ক প্রায় এক লাখ পিছাইছে এবং এখনো পিছাইতেছে । 🙁
২। অ্যাডসেন্স এর মধ্যে ২০ টা Crawler errors দেখাচ্ছে । 🙁
৩। এই ৬ দিনে অ্যাডে মাত্র ২ টা ক্লিক পড়ছে । 🙁 এবং তাতে যোগ হইছে 0.21$ ।
৪। আজকে একটা ক্লিক পড়ছে কিন্তু এড হল মাত্র o.1$ ।
গুগল ওয়েবমাস্টারে পেজ স্পীড মাপলে নিচের ছবির মত কিছু এরর আসে ।
অ্যাডসেন্স নিয়ে অনেক স্বপ্ন ছিল এখন অভিজ্ঞরা আমার স্বপ্ন পূরণে দয়াকরে একটু সাহায্য করুন । আমার কি করা প্রয়োজন বা কি করলে আমি এইসব বিষয় হতে সমাধান পেতে পারি । অ্যাডসেন্স এর পলিছির জন্য আমার ওয়েবসাইটের লিঙ্কটা এইখানে প্রকাশ করলাম না ।
আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১। এলেক্সা রেঙ্ক নির্ভর করে আপনার সাইটের কত জন ভিজিটর এলেক্সা টুলবার ব্যবহার করে তার উপর। আপনি একা বা আপনার ৩/৪ বন্ধু মিলে এলেক্সা টুলবার উপেন করে বার বার আপনার সাইট ভিজিট করলে এলেক্সা রেঙ্ক একলাখ এর নিচে চলে আসতে পারে।
২। Fix crawler errors এ ক্লিক করে দেখতে পারেন। সমাধান হতে পারে।
৩। বাংলাদেশী বা south asian ভিজিটরদের ক্ষেত্রে CPC সাধারনত $.10 এর কম হয়ে থাকে। ইউ এস বা ইউরোপের ভিজিটর এর ক্ষেত্রে CPC হয় $.50 এর উপর। আপনি এড ভাল ভাবে বসালে ক্লিক বাড়তে পারে।
আর এডসেন্স এ সাধারনত পেজ ভিউ দেখায়, ভিজিটর না। ভিজিটর দেখার জন্য গুগুল এনালাইটিকস ব্যবহার করুন। তাহলে সঠিক ভিজিটর সংখ্যা সহ সাইটের খুটি নাটি তথ্য দেখতে পাবেন।