প্রফেশনাল ইমেইল মার্কেটিং বিষয়ে কথোপকথন – প্রফেশনালদের দৃষ্টি আকর্ষণ করছি।

প্রিয় টেকি ভাইগণ,

সালাম নিন। আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের কাছে ইমেইল মার্কেটিং বিষয়ে কয়েকটি বিষয় জানব বলেই  এই টিউনটি করছি। প্রসঙ্গ ইমেইল মার্কেটিং টেমপ্লেট বিষয়ে। আশা করি 😎 ক্রিয়েটিভ উত্তর/কমেন্ট পাব।

আমি ইমেইল মার্কেটিং এর জন্য খুব সুন্দর টেমপ্লেট বানাতে চাই। আর এটাকে প্রফেশন হিসেবেও নিতে চাই। আমি HTML জানি। অনেক চেষ্টা করছি সুন্দর ইমেল টেমপ্লেট বানাতে। কিন্তু ভাল টেমপ্লেট বানাতে পারছি না। খুব সমস্যায় আছি। আপনাদের কাছে আমার অনুরোধ কারো কছে যদি ইমেইল টেমপ্লেট মেকার বা এ জাতীয় কোন সফটওয়্যার থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন প্লিজ। আপনারা যারা ভাল টেমপ্লেট বানান তারা একটু স্যাম্পল দিবেন।

আমার যা জানা দরকার --

1) ইমেইল মার্কেটিং এ এক্লেমেশন মার্ ব্যবহার করা ব্যাপারটা কি? এটা কি দাড়ি, কমার মত?

2) স্প্যাম ওয়ার্ড কি ধরনের? কি ধরণের ওয়ার্ড ইউজ করলে ইমেইল ইনবক্স এ না গিয়ে স্প্যামে যায়? বেশীর ভাগ ক্ষেত্রে দেখা যায় টাকা পয়সার ব্যাপারটা স্প্যাম হিসেবে ধরে। আপনারা কিছু ওয়ার্ডের উদাহরণ দিন। যাতে আমি সহজে বুঝতে পারি এগুলো ইউস করলে আমার ইমেইল টা স্প্যাম হবে। কিছু উদাহরণ অবশ্যই দিবেন।

3) JPEG থেকে HTML করার কোন সহজ উপায় আছে? যেমন বায়ার আমাকে বললেন> এই  LOGO টা টেমপ্লেটে এ্যাড করো। সে ক্ষেত্রে আমি LOGO কে কিভাবে HTML করব? এর জন্য কি সহজ কোন উপায় আছে? না আমাকে ম্যানুয়ালি করতে হবে?

এই প্রশ্ন গুলোর উত্তর আমার জানা দরকার। একটু তাড়াতাড়ি উত্তর গুলো দিন। দয়া করে প্রফেশনাল ইমেইল মার্কেটাররা বিষয়টি এড়িয়ে যাবেন না। আমার স্কাইপি এ্যাড> shahriat4

আমার ব্লগ> emailbazar.blogspot.com

সম্মানিত এ্যাডমিন মহোদয়> পোষ্টটি আপাতত পেন্ডিং বা ডিলেট করে দিয়েন না। দুই একটা উত্তর পাই, তার পর আপনি ব্যবস্থা নিয়েন। এই প্রশ্ন গুলো অনেকের কাজে আসবে। যদিও আমি টিটির নিতীমালার দিকে যথেষ্ট লক্ষ্য রেখেই টিউনটি করলাম তথাপি আপনাকে একটু বিশেষ অনুরোধ করলাম টিউনটি রাখার জন্য। অবশ্য  এখন পর্যন্ত আমার একটা টিউনও এখনও পেন্ডিং করা হয়নি। সে জন্য মডারেটরকে ধন্যবাদ।

Level 0

আমি Al Shahriat Karim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 345 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমিও ইমেইল মার্কেটিঙয়ে ফ্রিল্যান্সিং করতে আগ্রহী। আপনার সাথে যোগাযোগ করা যাবে? আমার মেইল [email protected]

vaia apnar number ta aktu biben please apnar shathe card niye aktu kotha bolbo amar phone number 01611111611

@Al Shahriat Karim আপনি কি নিচের কমেন্টটি করেছিলেন কোন একটি পোষ্টে যেদি আসলে লেখক ডিলিট করে দিয়েছেন, যদি করে থাকেন তাহলে আমাকে ফোন করুন ০১৭১১১৯০৪৪৭

@সামির কবির: Vey ami to student. Amake server free den.