আমার একটি বিরাট সমস্যা,সাহায্য চাই।

আমার একটি INTEL Atom,2gb ram,350gb HDD,model N100SP SAMSUNG এর notebook আছে।কিছুদিন ধরে notebookটি power on করলে 10min পরে open হয়।আজ হঠাৎ করে আর open হয় না,কিন্তু power on করলে power light on হয়,processcor গরম হয়, কিন্তু monitor এ কিছু আসে না।notebook টা খুলে দেখলাম কিন্তু করার মত কিছু পেলাম না।প্লিজ হেল্প মি!!!!!আমার বড় উপকার হয়,টিউনটি যে যে পড়বেন প্লিজ একটু কষ্ট করে সমাধানটা দেন।

Level 0

আমি scientistrajon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

যেটি ধারনা করা যায় তা হল আপনার Notebook টির Motherboard এ Problem হয়েছে। আর না হলে Power Supply এর কোনো ত্রুটি আছে। এগুলো তো আপনি নিজে সমাধান করতে পারবেন না তাই সার্ভিস সেন্টারে দেখান। তবে তার আগে ছোট্ট একটা চেষ্টা করতে পারেন তা হল Ram & HDD টা খুলে Power On করে দ্যাখেন Power টা আসে কিনা। ভাল থাকবেন।

Level 0

Normaly Apni akber windows kore dekhen.

sham.ahmed@ bro…….. উনি Windows কিভাবে করবেন উনার তো Monitor ই কিছু আসছে না।

polashbd2012 ভাই করে দেখলাম হল না।ram খুলে on করলেও কিছুই হয় না!কোন bip নাই।কিন্তু power আসে।problem যে কোন জায়গায় বুঝতে পারছি না।

Level 0

I think the problem is either in your RAM or in motherboard. It’s having malfunction. Service center e jawa ta best hobe.

সমস্যাটা RAM এ। আপনি RAM টা পরিবর্তন করে দেখেন। আশা করি কাজ হয়ে যাবে।

Level 2

ভাইজান আপনি সিসটেম ব্যাটারীটা পরিবর্তন করুন।পাওয়ার বটন চেপে এফ1/ডিলিট বাটন বার বার প্রেস করুন।না হলে সার্ভিস সেন্টারে নিয়ে যান। মাদারবোর্ডে কাজ করতে হবে।

Level 2

ও আর একটি কথা যদি রেম খুলে পাওয়ার দিলে অন হয় তবে চিন্তা নেই, শুধু রেম চেঞ্চ করুন, হয়ে যাবে।