আমার একটি INTEL Atom,2gb ram,350gb HDD,model N100SP SAMSUNG এর notebook আছে।কিছুদিন ধরে notebookটি power on করলে 10min পরে open হয়।আজ হঠাৎ করে আর open হয় না,কিন্তু power on করলে power light on হয়,processcor গরম হয়, কিন্তু monitor এ কিছু আসে না।notebook টা খুলে দেখলাম কিন্তু করার মত কিছু পেলাম না।প্লিজ হেল্প মি!!!!!আমার বড় উপকার হয়,টিউনটি যে যে পড়বেন প্লিজ একটু কষ্ট করে সমাধানটা দেন।
আমি scientistrajon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যেটি ধারনা করা যায় তা হল আপনার Notebook টির Motherboard এ Problem হয়েছে। আর না হলে Power Supply এর কোনো ত্রুটি আছে। এগুলো তো আপনি নিজে সমাধান করতে পারবেন না তাই সার্ভিস সেন্টারে দেখান। তবে তার আগে ছোট্ট একটা চেষ্টা করতে পারেন তা হল Ram & HDD টা খুলে Power On করে দ্যাখেন Power টা আসে কিনা। ভাল থাকবেন।