আমার একটা ওয়ার্ডপ্রেস সাইট আছে। কিন্তু আমি অনেক চেষ্টা করেও Thumnail ইমেজ যোগ করতে পারছি না। পোস্ট লেখার সমইয় আমি featured image যোগ করি কিন্তু হোম পেজ এ Thumnail যোগ হয়ই না আর যোগ হলেও তা পোস্ট এর উপরে থাকে। কিন্তু আমি চাচ্ছি Techtune এর মতো ইমেজ বাম সাইড আর লেখা ডান সাইড এ থাকবে। আমি অনেক plugin এবং কোড ব্যবহার করেছি কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না। তাই আপনাদের কাছে হেল্প চাচ্ছি। Please আমাকে একটু হেল্প করুন কি করে এই প্রব্লেম Solve করব। আমি আজ এক মাস ধরে এটা চেষ্টা করতেছি কিন্তু পারতেছিনা। তাই আপনাদের হেল্প চাচ্ছি। দয়া করে একটু হেল্প করবেন please.
নিছে screen shot দিলাম। আমি যেটা চাচ্ছি।
আমার ওয়েবসাইট
আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com
একটা স্ক্রিন সর্ট দিলে বেপারটা টিক টাক বোজতে পারতাম।