আমি প্রথমে Admin ভাইকে বলব পোস্টা Delete না করার জন্য । সব ভাই প্রতি বলছি সবাই সাহায্য করেন adsense চেক নিয়ে বিরাট সমস্যা ইসলামি ব্যাংক জমা রাখছে না আমি সিলেট থাকি সিলেটের কোন ভাই থাকবে আমাকে তারাতারি জানাবেন । সিলেট ইসলামি ব্যাংক ছাড়া আর কোন ব্যাক চেক জমা রাখে না শোনলাম যদি অন্য কোন ব্যাংক জমা রাখে আমাকে জানাবেন । আর adsense পাওয়া সোনার হরিন Income করা তার চেয়ে কঠিন এখন সবচেয়ে কঠিন চেক নিয়ে বিপদে পরা Income হল টাকা যদি না পাই বাংলাদেশে একটা payment সিস্টেম চেক আর সেটা যদি এখন বন্ধ করে দেয় তা হলে আমরা এখন কি করব ।
আমি ansar-koluma। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমিও চেক পাওয়ার পর বিরাট সমস্যায় পড়েছিলাম.. আমারও চেক ইসলামিক ব্যাংক জমা রাখে নাই…. অনেক দৌড়াদৌড়ি করার পর শেষ পর্যন্ত ন্যাশনাল ব্যাংক এর মাধ্যমে আমি আমার টাকা পেয়েছিলাম… তারপর থেকেই আমার এডসেন্স এর প্রতি আগ্রহ কমে গেল…