আমার একটি ল্যাপটপ (আসুস X 51 R) ২০০৭ সালে কেনা হয়েছিল, যেটি সম্প্রতি নষ্ট হয়ে যায়। IDB তে নিয়ে যাওয়ার পর দেখা গেল যে, ল্যাপটপটির মাদারবোর্ডের বিল্টইন গ্রাফিক্স কোর নষ্ট হয়ে গেছে, যা ঠিক করা সম্ভব নয়। আর পুরো মাদারবোর্ড চেঞ্জ করতে হলে একটা ল্যাপটপ কেনার মতই খরচ পড়ে যায়। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখলাম যে, ল্যাপটপের ডিসপ্লেকে ডেস্কটপের মনিটর হিসেবে ব্যাবহার করা যায়।
এসকল ব্যাপারে আমার অতটা ধারনা নেই। টেকটিউনসে অনেক অভিজ্ঞরা আছেন। তাই এই বিষয়ে জানতে চাচ্ছি এবং ডেড ল্যাপটপের উপযোগিতা নিয়ে বিস্তারিত একটি টিউন আশা করছি।
ধন্যবাদ।
আমি ফারহান রিজভী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.youtube.com/watch?v=HqGcV5ysFG8
এই ভিডিওটা দেখেন …।
আর LCD এর নতুন ছার্কিট কিনে করতে পারবেন আশা করি…
কি হলো জানাবেন…।