একটি সাহায্য, টিটি এর সকল পাঠকদের কাছে,,, একবারের জন্য একটু দেখুন,, আমাকে সাহায্য করুন,,, প্লিজ এরিয়ে যাবেন না।

প্রিয় পাঠক ভাইরা। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই।

আমার বোন ইন্ডিয়ায় থাকে। সে বেশ কিছু ‍দিন যাবৎ আমাকে কিছু  টাকাপাঠানোর জন্য চেষ্টা করছে। কিন্তু ভারতীয় কোন ব্যাংক থেকে নাকিবাংলাদেশে টাকা পাঠানো যায় না। Western Union  বা এরকম যেসবকোম্পানী আছে তাদের মাধ্যমেও কোন নাকি কোন টাকা পাঠানো যায় না।আপনাদের মধ্যে যদি  কেউ জানেন যে, কিভাবে ইন্ডিয়া থেকে কিভাবে টাকাআনা যায় তবে আমাকে একটু হেল্প করে।

অনেক অনেক উপকার হবে।

Level 0

আমি Mehedi Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় পাঠক ভাইরা। আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই।
আমার বোন ইন্ডিয়ায় থাকে। সে বেশ কিছু ‍দিন যাবৎ আমাকে কিছু টাকাপাঠানোর জন্য চেষ্টা করছে। কিন্তু ভারতীয় কোন ব্যাংক থেকে নাকিবাংলাদেশে টাকা পাঠানো যায় না। Western Union বা এরকম যেসবকোম্পানী আছে তাদের মাধ্যমেও কোন নাকি কোন টাকা পাঠানো যায় না।আপনাদের মধ্যে যদি কেউ জানেন যে, কিভাবে ইন্ডিয়া থেকে কিভাবে টাকাআনা যায় তবে আমাকে একটু হেল্প করে।
অনেক অনেক উপকার হবে।

Mehedi Hasan@ ………..bro…… আপনি যে কাজটার কথা বলছেন এইটা নিয়া ভুগে নাই এমন বাঙ্গালী মনে হয় খুইজ্জা পাওয়া মুশকিল… যাই হোক কাজের কথায় আসি… হ্যা ভাই কথা ঠিক “Western Union বা এরকম যেসবকোম্পানী আছে তাদের মাধ্যমেও কোন নাকি কোন টাকা পাঠানো যায় না” তাই আপনি তাকে বলবেন (যিনি ইন্ডিয়া থাকেন) একটু কষ্ট করে Money Exchanger এর এজেন্ট মানে যেখানে বিভিন্ন দেশের টাকা পয়সা Exchange/Buy or Sell করে এমন অফিস এ গিয়ে বললে তারা ব্যাবস্থা করে দিবে… অর্থাৎ একটু বড়ো সরো এজেন্ট খুজে নিতে বলবেন ওনাকে কারন ছোট-খাটো Exchanger দের বাংলাদেশের সাথে শাখা/পরিচিত লোকবল থাকে না… আর যারা আপনার টাকাটা পাঠাতে পারবে তারা কেবল আপনার ওই লোকটির নিকট থেকে টাকা পাঠানোর চার্জ আর যে পরিমাণ টাকা লেনদেন করবেন তার অংশটা নিয়ে ফোনে বাংলাদেশে তাদের যিনি / যে শাখা আছে সেখানে বলে দিবে যে “এত” টাকা আপনাকে দিয়ে দিতে… তো ইন্ডিয়ায় যিনি আছেন উনি যে সময় Exchanger এ থাকবেন ঠিক ওই সময় আপনাকেও এখানকার Exchanger বা হয়তো কোনো ব্যক্তির সামনে থাকতে হবে… ভয় পাবার কিছু নাই bro….. এরা চার্জ টা একটু বেশি কাটলেও লেনদেন এ খুব সচেতন…… বেশির ভাগই কোনো ব্যক্তির কাছ থেকে আপনাকে আপনার টাকা বুজে নিতে হবে কেননা এদেশে অইসব Exchanger দের বহু নিজস্ব লোক ছড়িয়ে আছে। আমি প্রথম প্রথম কিজে অবাক হইছিলাম এই শুইন্না যে টাকা পাঠামু মাগার Legal কোনো Way নাই…।। কয় কি………। আর হ্যা আসল কথা তো বলা হয় নাই ……… 50,000 এর বেশি পাঠাতে না করবেন। কেনো তার ব্যাখ্যা দিতে গেলে বহুত কিছু আবার লিখতে হইবো …….. হুন্ডি গত জটিলতায় পরবেন……তাই।