আসসালামু আলাইকুমসকল টেকটিউনার ভাইদের শুভেচ্ছা। আপনাকের ছোট একটি হেল্প চাই। আমার ওয়ার্ডপ্রেসে এর আগে শেয়ার বাজার ও অন-লাইন রেডিও এর দুটি উইগেটস্ যুক্ত ছিল। আসলে সেগুলো প্লাগইনস এর মত ইন্সটল করতে হয়নি। সাইড বারে টেক্সট নিয়ে লিংক কপি পেষ্ট করেছিলাম। শেয়ার বাজার তথ্য লাইভ দেখা যেত। ঢাকা শেয়ার বাজার ও চট্টগ্রাম শেয়ার বাজার এর তথ্য মারকিউ করে চলে যেত। আর অন-লাইন রেডিও এর ড্রপটাউন লিষ্ট পাওয়া যেত। কিন্তু আমি সেই কোডগুলো হারিয়ে ফেলেছি। ইতিপূর্বে কোন এক ভাইয়ের টিউন থেকে পেয়েছিলাম। কিন্তু এখন অনেক চেষ্টা করে পাচ্ছি না। যদি কেউ হেল্প করেন তাহলে খুশি হতাম। আমি সাজিয়ে লিখতে পারিনা তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।
আমি hasandipu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।