টেকি ভাই-বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি এই জগতে নতুন। সম্প্রতি এক ভাইয়ের দেখানো পথে ইউটিউব দিয়ে এপ্লাই করে এডসেন্স পেলাম। কিন্তু এটি নিয়ে এক সমস্যায় পড়লাম। এডসেন্সের বিষয়ে পরে আসছি। তারও আগে আমার দরকার, ভিডিও এডিটিংয়ের একটি ফ্রি সফটওয়্যার যেটি দিয়ে আমি খুব সহজেই ভিডিও এডিট করতে পারবো। কারও কাছে থাকলে দয়া করে আমাকে লিঙ্ক দিন। চাইলে এখানেও দিতে পারেন যাতে সবার উপকার হয়। নয়তো দিতে পারেন আমার মেইলে। ([email protected])। আমি একটা ডাউনলোড করলাম কিন্তু কাজ হচ্ছে না। ফ্রিগুলো মনে হয় এমনই হয়।
আর কয়েকটি প্রশ্ন আছে আমার। একটি হলো, অনেককে দেখি নাটক-সিনেমা কপি করে, টিভি থেকে নিয়ে ইউটিউব-এডসেন্স ব্যবহার করছে। আমিও কি এটা করতে পারবো? ইউটিউব ভিডিওর বিষয়ে কারও কাছে বাংলায় কোনো দিকনির্দেশনা থাকলে লিঙ্ক দেন প্লিজ। অথবা এখানেও কমন্টে আকারে লিখতে পারেন।
এবার আসি এডসেন্সের বিষয়ে। আজ এডসেন্স এডমিনে ঢুকে দেখলাম ৬২টা ক্লিক পড়ছে। কিন্তু সিপিসি লেখা .০৯। কিন্তু সর্বমোট লেখা ০.০০। গতকালও এরকমই দেখলাম। প্রস্ঙ্গত, আমি এডসেন্স পেয়েছি মাত্র তিন-চার দিন হলো। এজন্যই কি এমনটা হচ্ছে? সবার পরামর্শ চাই। ধন্যবাদ।
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...
vi adsense setting hota somou laga