কম্পিউটার কৌশলের ছাত্রছাত্রীরা কোথায়? একটা ভালো টাইপিং সফটওয়্যার কি বানাতে পারে না? তাদের অহম জাগা জরুরী।

প্রযুক্তির উন্নয়ন যে কারো হাতে হতে পারে। এটি সত্যি। কিন্তু মুল ট্র্যাকের বাইরের কেউ করলে বাংলাদেশের মতো একটা দেশে বিশেষজ্ঞ হিসাবে পরিচিত হওয়ার যে ধুম আর কাঁদা ছোঁড়াছুঁড়ি শুরু হয় তা আমাদেরবিজয় বনাম অভ্র ঝগড়া থেকে বুঝা যায়।

আমার জানামতে বাংলা টাইপ রাইটিং-এ মুনির লে আউট কিছুটা বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরী। তবে কম্পিউটারের জন্য এরকম কিছু আছে বলে জানিনা। কাজেই বিজয় বা অভ্র সহ আমরা যে সব সফটওয়্যার দেখতে পাচ্ছি সেগুলি পরীক্ষন ও গবেষনা নয় শুধু মাত্র ধারনা ও ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তৈরী। সত্যিকারের একটা লে আউট তৈরীতে গবেষনাও দরকার হবে আবার প্রোগ্রামিংএর দক্ষতাও দরকার। হবে। বর্তমানে কম্পিউটার কৌশলের ছাত্র সারাদেশে বুয়েট সহ অন্যান্যা বিশ্ববিদ্যালয় মিলে অনেক। আমি আশা করি তাদের কেউ উৎসাহী হয়ে সত্যিকারের গুনগতমান সম্পন্ন একটি সফটওয়্যার তৈরী করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমাদের কম্পিউটার কৌশলের ছাত্রছাত্রীদের জন্য দেশের জন্য এ বিষয়ে কিছু করা জরুরী হয়ে দাঁড়িয়েছে। আর সময় হিসাবে এটা অতীব উপযোগী সময়।

Level 3

আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কপিপেস্ট করতে দারুণ মজা লাগে বোধহয়?