আশা করি সবাই ভাল আছেন ।আমি অদেস্ক এ কাজ করি ।আমার passport এক্সপায়ার হয়ে গিয়েছে নুতন passport করব কিন্তু সমস্যা হচ্ছে profession নিয়ে ,profession ফ্রিলান্সার দিলে সাথে সাপোটিং ডকুমেন্ট চায় এখন এই সাপোটিং ডকুমেন্ট আমি কই পাই? ।আমার বাপ আমারে কয় profession কৃষক অথবা বেকার দাও!!
একটু বলেনিই ঃ আমার বাপ চাকরি ছাড়া ওন্য কিছু পছন্দ করেন না তিনি পেশায় ব্যাংকার ছিলেন তিনি আমাকে পেশা কৃষক অথবা বেকার দিতে বলেছিলেন ফ্রিলান্সিং করা কে ছোট দেখানোর জন্য । এখনো সমাজে আমার বাপের মত চিন্তা করা মানুষের সংখ্যা বেশি। কেউ যখন আমাকে জিগায় তুমি কি কর আমি বলি ফ্রিলান্সিং করি ,তখন বলে যদিও কারো ইনকাম কত সেটা জিগান উচিত না তার পর জিগাই তেছি তোমার ইনকাম কত!!??সব শুনে বলে সেযাই হোক চাকরি র একটা আলাদা সম্মান আছে!।
যদি সম্মান এর কথা বলতে হয় তাহলে তো ফ্রিলান্সার দের সম্মান বেশি হয়া কথা কারন ফ্রিলান্সার রা মুক্ত আন্যদিকে চাকরি যারা করে তারা পরাধীন ! তা হলে মুক্তের সম্মান বেশি না পরাধীন এর সম্মান বেশি??????
এখন ফ্রিলান্সার দের যদি সাপোটিং ডকুমেন্ট লাগে তাহলে অন্য পেশা যারা আছেন যেমন যিনি গান করেন বা ছবি আকেন তারা সাপোটিং ডকুমেন্ট কি দিবেন? । যাইহোক passport করার উপায় জানা থাকলে ফ্রিলান্সার ভাইয়ে রা একটু সাহায্য করেন।
ভাল থাকবেন, ধন্যবাদ
আমি golder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।