আমি গত ১ বছর ধরে গুগল মামার চেক পেয়ে আসছি। এক পরিচিত ভাইয়ের পরমর্শে এতদিন ইসলামী ব্যাংকে জমা দিয়ে ক্যাশ করতাম। অবশ্য এতে ইসলামী ব্যাংক ১ মাস সময় নিতো এবং চার্জ ৪৬০ টাকা নিতো। আজ যথারীতি গত ৫ আগস্ট পাওয়া একটি চেক জমা দিতে গেলে ইসলামী ব্যাংকের কর্মকর্তা আমাকে জানান, বর্তমানে ইসলামী ব্যাংকে এ ধরনের চেক জমা নেওয়া হয় না এবং চলতি মাস থেকে নাকি এ নীতিমালা হয়েছে।
এখন আমি বুঝতে পারছিনা আর কোন ব্যাংক অল্প খরচে চেক ভাঙ্গানোর ব্যবস্থা করে। সিনিয়র ভাইদের এ বিষয়ে সাহায্য চাই।
Please help me.
আমি BH Jewel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Exim Bank-e account open kartae paren.check clear hota 20-25 din time nai. er free 500-600 taka nibae