আমি গতকাল টেকটিউনস এর সাথে যুক্ত হলাম কিন্তু সদস্য হওয়ার পর থেকেই আমাকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে!!! প্রথমত আমি আমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছি নাহ!! পাসওয়ার্ড পরিবর্তন করে Update Profile এ ক্লিক করলেই টেকটিউনসের প্রথম পাতাটি চলে আসে কিন্তু আমি সাইন আউট হয়ে যাই!! এই একটা গেল তার পর কোনো টিউন করার সময় টাইটেল নাকি কমপক্ষে ৫ শব্দের হতে হবে আমি ৬ শব্দের একটি টাইটেল দেয়ার পরে বলা হলো যে টাইটেলটা খুবই বড়!!! তারপর ৩ শব্দের একটা টাইটেল দিলাম বলে ওইটা নাকি খুবই ছোটো!!!আমি নতুন তাই আমার সমস্যাটা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে,কিন্তু কেউ প্লিজ হেল্প করেন এই সমস্যা চলতে থাকলে তো আমার পক্ষে আর টিউন করা সম্ভব নাহ।
আমি সালমান সাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবসময় সাধারণ থাকতে পছন্দ করি।ভালোবাসি প্রযুক্তিকে তাই যুক্ত হলাম *টেকটিউনসের* সাথে।আশা করি আপনাদের মানসম্মত টিউন উপহার দিতে পারব।
আপনার অভ্যাস হয়ে যাবে !! টিউন ছেড়ে দিবেন কেন ???