আমি কয়েক দিন আগে একটি নতুন পাওয়ার সাপ্লাই লাগাই(দাম ৫৮০,যেটা কিনা সবচেয়ে ভাল)।.তো লাগানোর পর থেকে কোন গেম খেলতে গেলে , কোন সাইট লোড হতে দেরি হলে / কোন ভাবে পিসি'র অপর চাপ পড়লে এমনি এমনি পিসি হ্যাং করে। অথচ পুরাতন পাওয়ার সাপ্লাই থাকাকালীন এরকম কোন সমস্যা ছিল না। আমি পাওয়ার সাপ্লাই ,র্যাম খুলে পুনরায় লাগিয়ে দেখেছি।ঐ সমস্যা জায় না। আমি কি করব?? আবার পাওয়ার সাপ্লাই পরিবরতন করতে হবে??? নাকি এটা প্রসেসর/ র্যাম এর সমস্যা?? নাকি সথিক ভাবে পাওয়ার সাপ্লাই লাগান হয় নি?
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!