ডেল ৩৪৫০ টা কিনেছি ২-৪ মাস হলো। কনফিগারেশন ভালো দেখে দামী দেখেই কিনলাম।
অদ্ভুত এক সমস্যায় পড়লাম। ল্যাপটপ চালুর সাথে সাথেই স্লীপ মুডে চলে যায়। বার বার যেতেই থাকে যতবারই পাওয়ার বাটন দিয়ে চালু করি। কয়েক বার ফুল সেটাপ দিলাম, ড্রাইভ ফরমেট দিলাম, পাওয়ার সেটিংস, বুট মেনু, ব্যাটারী চার্জার সব টেস্ট করলাম। লাভের লাভ কিছুই হয় না।
১০-১২ বার স্লীপ মুড থেকে জাগানোর পরে কন্টিনিউয়াস চলে কিন্তু ১ দিন বন্ধ রেখে চালালে আবার একই সমস্যা। এই টিউন টা করতে করতেই এক বার ডিস্প্লে বন্ধ হয়ে পুনরায় এসে স্লীপে চলে গেলো।
সার্ভিসে নিয়ে এই সমস্যার প্রমান তাদের কিভাবে দেখাবো? তারা তো দেখাবে যে অনবরত চলতেই আছে। কি যে এক জ্বালায় আছি বলার মত না। যন্ত্রের জ্বালা বড়ই যন্ত্রণাময়... :'(
কারো কাছে কোনো সমাধান থাকলে একটু জানাবেন প্লিজ...।
আমি স্পর্শবিন্দু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ল্যাপটপের পাওয়ার সেটিংস চেক করেছেন? কয় মিনিট পর পর স্লীপ দেয়া আছে?