আমি প্রায় সময় সাহায্য চাই কারন দেবার মত আমার কিছুই না। দিতে পারব না বলে নিব না তা কি করে হয়।
যাই হোক গত কিছু দিন আগে আমি w65 কিনলাম , যদিও w35 এর সাথে মাত্র ৫০ টাকার তফাত। আমার র্যাম ২৫৬ আর রম ৫১২। প্রসেসর ডুয়েল ১.২ গিগাহার্জ।
গত রাত বসে বসে রুট করেছি । কিন্তু আমার সমস্যার সমাধান হয়নি। আমি গেম ভাল মত খেলতে পারছি না।
আমার কাছে বর্তমানে rom manager, mobile uncle tools, link2sd এরকম কিছু আপস আছে।
আমার প্রশ্ন হল
১. আমি কি কাস্টম রম ব্যবহার করতে পারব কিনা? cynogenmod বা এরকম কিছু।
২. আমার র্যাম এর গতি বাডানোর কোন চান্স আছে কিনা?
৩. রুট করার পর আমি আর কি কি সুবিধা ভোগ করতে পারি?
মুল ব্যাপার হল আমি গেম খেলতে চাচ্ছি...
দয়া করে সমস্যার সমাধান দিন। না জানা পর্যন্ত খুতখুত করতে থাকবে।
আমি sataru। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sympony w65 না কিনে w35 কিনলে ভাল হত । Sympony w65 কাষ্টমার কেয়ারে নিয়ে আপডেট(সফটও্যার বাগ ফিক্স) করলেই সেট আর গরম হয় না ।