আমার মোবাইল টা Pattern Lock করে একটা লোকের কাছে দিয়ে ছিলাম। কিন্তু পড়ে এসে দেখি ইউজার নেইম এবং পাসওয়ার্ড চায় এখন আমার ইমেইল বা পাসওয়ার্ড দিলে Errar দেখায় এবং বলিয়ম+পাওয়ার বাটন এক সাথে চাপলে নিচের চিত্রর মত আসে
কিন্তু উপরের তিনটি অপশন সিলেক্ট করা যাচ্ছে না। যদি কোন সদয়বান লোক আমার এই উপকার করেন তাহলে চিরকৃতঞ্জ থাকিব।
বিঃদ্রঃ কমান্ড করার পূর্বে আপনি আপনার মোবাইল নম্বরটি অবসই দেবেন।
আমি দিলীপ চন্দ্র বর্মন। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
ভাই দেখেন যে এই যায়গায় “clear flash” নামের কোন অপশন আসে কি না ? আসলে ওইটায় চাপ দেন খেল খতম …