গ্রাফিক্স কার্ড এর সম্পর্কে সাহায্য চাই …প্লীজ একটু দেখুন।

গ্রাফিক্স কার্ড এর সম্পর্কে সাহায্য চাই ...প্লীজ একটু দেখুন।

আস্সালামু ওয়ালাইকুম। আশাকরি সবাই ভালো  আছেন। কিন্তু আমি  ভাল নাই।। আজ দোকান থেকে  GIGABYTE AMD RADEON HD 6450 1GB DDR3 গ্রাফিক্স কার্ড কিনলাম.. বাসায় এসে কার্ডটি পিসি তে লাগাইলাম । ইন্সটল দিলাম। ইন্সটল দেওার পর পিসি চলতেছিল। কিন্তু যখনই কোন HD ভিডিও গান প্লে করি তখন প্লে হয় কিন্তু যখনই ফুল স্ক্রীন  করতে গেলাম তখনই মনিটর কাঁপা কাঁপি শুরু হল। কিন্তু আমি যখন MAX PAYNE 2 গেম খেললাম তখন আবার কোন সমস্যা হয় না।  আবার যখন কার্ড খুলে internal graphic card এ  HD গান প্লে করি তখন খুব ভালভাবেই প্লে হয়।আমি এই সমস্যা নিয়া খুব কষ্টে আছি।   যদি কোন সহৃদয় মানুষ আমার এই সমস্যার সমাধান করে দিতেন তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকব। প্লীজ help me...... আমি আমার কম্পিউটার এর configuration দিলাম।

Intel (R)G33/G31 Express Chipset family

CPU - G31/G33

Processor -   Intel (R) core (TM) 2 CPU

4300@ 1.80 GHz

Ram - 1.80 GHz , 1 GB DDR2

GPU Clock - 400 MHz

Operating System - Win Xp Sp2

Monitor - 24'' Fujitshu

গ্রাফিক্স Adapter প্রপাটিজ এ গেলে Bios Information XXX-XXX–XXX এরকম আসে..

Level 0

আমি arnabrudro। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি গ্রাফিক্স কার্ড ড্রাইভার আপডেট দিয়ে দেখুন । আপডেটেট ভার্সন amd’র সাইটে পাবেন ।

Level 0

দেখেছি ভাই আপডেট করার পরও হয় না…।। আপডেট ভার্সন ইন্সটল করার পর ও একই সমস্যা…। সফটওয়্যার ছাড়া ও Framework ২.০ এর পরিবর্তে ৩.০ আপডেট করছি… উইন্ডোজ ৭ ইন্সটল করেও চেষ্টা করছি।। কিন্তু কোন লাভ হই নাই…গ্রাফিক্স Adapter প্রপাটিজ এ গেলে Bios Information XXX-XXX–XXX এরকম আসে..। এখন আমি কি করব ভাই প্লিজ একটু বলেন…।