আমি হিরেন বুট সিডি ব্যবহার করে আমার Windows Installation Drive এর ব্যাকআপ নিলাম।কিন্তু ব্যাকআপ নেয়ার পর দেখি সাইজ হলো প্রায় ১০গিগাবাইট।অবশ্য Drive এর Original সাইজ ছিল প্রায় ১৫গিগাবাইটের মতো।এতো বড় ফাইল রাখাও তো মুশকিল :-(।এখন কিভাবে আমি ফাইলটি ছোট করে রেখে পরবর্তীতে হিরেন বুট সিডি দিয়ে রিস্টোর করতে পারি?অথবা,ডিভিডিতে রাইট করে সহজে রিস্টোর করার কোন পদ্ধতি থাকলেও আমাকে কেউ জানিয়ে সাহায্য করুন :-(।ধন্যবাদ।
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি ইমেজ তৈরী করার সময় Maximum নির্বাচন করলে সাইজ কম হবে। আর যদি পারেন প্রোগ্রাম ফাইল কম ইন্সটল করেন। ধন্যবাদ……