ছুটির ঘন্টা ছবিটির ডাউনলোড এর লিংক চাই

আপনারা কি ছুটির ঘন্টা ছবিটি দেখেছেন? এটি ১৯৭৪ সালে ভারতে মুক্তি পায়। সত্য ঘটনার অবলম্বনে তৈরী এই ছবিটি দেখার ইচ্ছা আমার বহুদিনের। কিন্তু এত আগের মুভি যে কোথাও খুজে পাইনি। ছোটবেলায় মায়ের মুখে অনেক শুনেছি এই ছায়াছবিটির কথা। কিছুক্ষন আগে ছবিটি সম্পর্কে সার্চ করে ইচ্ছাটি আবার মাথাচারা দিয়ে উঠলো। কেউ কি আছেন? এই ছবিটির ডাউনলোড লিংকটি শেয়ার করার মতো? অথবা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য ছবিটির গান ডাউনলোডের লিংক দিলেও উপকৃত হব।

আমি জানি বিষয়টি সাহায্য/জিজ্ঞাসা বিভাগের জন্য। আমি স্রেফ সবার চক্ষু নজরে আনার জন্য বিভাগ পাল্টে দিলাম। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টি। সকালের মধ্যে ই আবার বিভাগ পরিবর্তন করে নেব।

email করুন:   [email protected]

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও অনেক সার্চ করেছিলাম কিন্তু পাইনি….

আপনি আপাতত এটা দিয়ে চালিয়ে নেন।আমি পরে আপনাকে পুর্ণ দৈর্ঘ ছায়াছবিটির লিঙ্ক দেবো।আমি দেখেছি কোথাও আছে কিন্তু খুজে পাচ্ছিনা।পেলেই জানাবো।http://www.youtube.com/watch?v=vutSH4RTNrI

গুরু, http://shopnoranga.com/forum/showthread.php?p=123954 -এ একটা ঠু মেরে দেখেন পাইলেও পাইতে পারেন।

Level 0

ছুটির ঘন্টা ১৯৭৪ সালের সিনেমা নয়। আর এইটা ভারতীয় সিনেমাও নয়। ছুটির ঘন্টা (ইংরেজি: Chhutir Ghanta – When The Bell Rang) এটি ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন আজিজুর রহমান। পরিচালকের দেশের বাড়ি সান্তাহার , বগুড়া। ঈদের ছুটি ঘোষণার দিন স্কুলের বাথরুমে সকলের অজান্তে তালা বন্ধ হয়ে আটকে পড়ে একটি ১২ বছর বয়সের ছাত্র। আর তালা বন্ধ বাথরুমে দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতিক্ষার মধ্যে দিয়ে হৃদয় বিদারক নানা ঘটনা ও মুক্তির কল্পনায় ১০ দিন অমানবিক কষ্ট সহ্য করার পর কিভাবে একটি নিষ্পাপ কচি মুখ মৃত্যুর কোলে ঢলে পড়ে এমনই একটি করূন দৃশ্য তুলে ধরা হয়েছে এই ছবিতে।

ছবির মূল ভূমিকায় অভিনয় করেছে শিশু শিল্পী সুমন ও অনন্যা চরিত্রে নায়ক রাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এবং এ টি এম শামসুজ্জামান।