অফিস নেটওয়ার্ক এবং রাউটার বিষয়ে পরামর্শ চাইছি…

আমাদের অফিসে একটি কিউবি গিগাসেট মডেম এবং একটি Cisco Home Router, model- WRT120N দিয়ে ওয়াইফাই করা। অফিসে প্রায় ২৫টা ল্যাপটপ/ডেক্সটপ এই ওয়াইফাই ব্যাবহার করে।

সমস্যা হচ্ছে, এই wifi lan এ ফাইল transfer খুবই slow. ছোট ছোট ফাইল পাঠাতেও আমাদের অনেক সময় লেগে যায়। তাছাড়া, প্রায়ই দেখা যাই, কিছু কম্পিউটার নেটওয়ার্ক এ শেয়ার পাচ্ছে না। কম্পিউটার রিস্টার্ট দিলে অথবা ওয়াইফাই মডেম রিস্টার্ট দিলে তখন আবার নেটওয়ার্ক পায়।

আমার মনে হচ্ছে, সমস্যাটা রাউটার নিয়ে। রাউটারটি Home Router হওয়াতে মনে হয় এত ইউজারকে সাপোর্ট দিতে পারছে না। আমার ধারনাটি কি ঠিক? যদি ঠিক হয়, তাহলে কি আমি অন্য কোন রাউটার ব্যাবহার করব? কোনটা ব্যাবহার করলে ভালো হয়? দামটা কেমন হতে পারে?

আর আমার ধারনা যদি ভুল হয়, তাহলেও আমি কি করব একটু কেও জানাবেন প্লিজ? কি করলে আমি আমার অফিস এর নেটওয়ার্ক ভালো করতে পারবো?

Level 0

আমি রেহান খাঁন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস