kub kub jamelay asi.please keu help koren

ami bison jamelay asi.tai mobile tekei tune liklam.amr computer chalu hosse na. Switch e tip dile cpu fan ektu gura abong abar bondo hoye jay.bujtesi na ki korbo.asa kori dokko tunera help korben.amar mobile e bangla use kora jay na.tai english e liklam

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পাওয়ার সাপ্লাই বদলান,আশা করি ঠিক হয়ে যাবে।

আমার জানা নাই 🙁

Level New

সম্ভবত আপনি ডেক্সটপ পিসি ইউজ করেন যদি তাই হয় তাহলে, পাওয়ার সাপ্লাই থেকে যে আউটপুটের যে ওয়্যারগুলো বের হয়েছে তা সব গুলো খুলে ফেলুন অবশ্যই মেইন পাওয়ার প্রথমে অফ করে নিবেন।ও দেখুন পাওয়ার সাপ্লাই এর বডিতে কোন রং তার দিয়ে কত ভোল্টেজ বের হয়েছে তা লেখা আছে কিনা অথবা আপনার কি AVO মিটার আছে? যদি থাকে তাহলে চেক করে নিন সুইচিং ভোল্টেজ বের হয় কিনা?AVO মিটার যদি না থাকে তাহলে দেখেন লাল কালো হলুদ তার গুলো একটু মোটা আর ১টা তার আছে সম্ভবত টিয়া অথবা সবুজ রং এই তারটা একটু চিকন।>অন্য ১টা আলাদা তার নিন ১২ইঞ্চি পরিমান এর ১ মাথা টিয়া অথবা সবুজ রং এর এই তারের কিলিপ বা মাথার সাথে প্রবেশ করান এবং অন্য ১টা মাথা লাল অথবা হলুদ তারের সাথে ১বার টাচ করে ছেড়ে দিন যদি দেখেন আপনার পাওয়ার সাপ্লাইয়ের ফ্যানটা ঘুরছে তাহলে সমস্যাটা মাদারবোর্ড অথবা অন্য কোন ডিভাইসে তারমানে পাওয়ার ওকে>>##*** যদি পাওয়ার ওকে থাকে তাহলে মেইন পাওয়ার অফ করে সবগুলো জ্যাক কানেকশন করে ফেলুন।

দ্বিতীয়তে দেখতে পারেন র‌্যাম স্লট থেকে র‌্যাম স্টিক খূলে পিসির পাওয়ার অন করেন যদি ফ্যান ঘুরে তাহলে র‌্যাম স্টিক সমস্যা। যদি বিল্টইন না হয় তাহলে
এভাবে গ্রাফিক্স কার্ড,ল্যান কার্ড,সাউন্ড কার্ড চেক করুন।সিডি ও ফ্লপি ড্রাইভ এর ডেটা ক্যাবেল ও পাওয়ার চেক করে দেখতে পারেন।
যদি কোন কিছু জানতে চান [email protected] মেইল ও মেসেঞ্জারে আসতে পারেন।
বি দ্র যেহেতু বৈদ্যুতিক বিষয় তাই কোন প্রকারে দুর্ঘটনা ঘটিলে আমি দায়ী থাকিব না।(যদিও বিসয়টা আমার কাছে একে বারে পান্তা ভাত)