সবাই কেমন আছেন । আশা করি অনেক ভাল আছেন । তবে আমি আছি অনেকটা ফাফর এর মধ্যে । কয়েকমাস আগে একটা ওয়েবসাইট খুলছিলাম, আজ বুঝছি ওয়েবসাইট চালানো যে কতটা কষ্টের ! আমি techtunes এর admin ভাইকে অনুরোধ করবো দয়া করে আমার এই পোস্ট টি pending এ রাখবেন না কেননা আমার জরুরী সাহায্য দরকার .....
এবার আসি কাজের কোথায় : sichost এর কাছ থেকে domain ও hosting সুবিধা নিয়ে একটা ওয়েবসাইট খুলছিলাম প্রায় 4 মাস আগে ... সাইটটি প্রথম কিছুদিন অনেক ভাল ভাবেই চললেও এখন আর চলে না ... বিশেষ করে এটি ফ্রী নেট দিয়ে একদমই লোড হয় না ... তবে কেনা নেট দিয়ে চলে আবার অনেক সময় কেনা নেট দিয়েও চলে না .... অগে কেনা ও ফ্রী দুটো দিয়েই চালাতে পারতাম । আমি বুঝতে পারছি না আসলে কী সমস্যা হয়েছে আমার ওয়েবসাইট এ ॥ এ বিষয়ে অবশ্য আমি হোস্টিং প্রভাইডার এর সাথে কথা বলেছি , সে আমাকে বলেছে হোস্টিং এ কোনও সমস্যা নেই .... আরেকটা কথা বলি , পিসি তে ফ্রী নেট দিয়ে না চললেও মোবাইল এ ফ্রী নেট দিয়ে সাইট টি দেখা যায় ... এখন আমি দিশেহারা হয়ে শুধু খুজছি কিভাবে এই সমস্যা সমাধান করা যায় ...আমার পূর্ণ বিশ্বাস techtunes এর মধ্যমেই এই সমস্যার সমাধান পাব ... আপনারা কেউ যদি এই সমস্যার সমাধান জানেন তাহলে দয়া করে আমাকে জানবেন ...আমি আপনাদের জরুরী সাহায্য কামনা করছি ....আসলে এটি আমার CMS এ সমস্যা নাকি hosting এ সমস্যা তাই নিয়ে ভাবছি : সবাই ভাল থাকবেন ... আমি আমার ওয়েব টি ( WordPress ) দিয়ে খুলেছি
আমি zealous khokon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকনোলজি কে ভালবাসি । ভালবাসি টেকনোলজি এর সাথে সময় কাটাতে । নিজে যেটুকু জানি তা জানতে চাই অন্যকে ।
Sichost এর কাছ থেকে domain ও hosting সুবিধা নিয়ে আমি ও ওয়েবসাইট খুলছিলাম এবং এই সমস্যা টা আমার ও হয়ে ছিল। আমি ও Sichost কথা বলে ছিলাম ওরা বলে ওদের hosting এ কোন সমস্যা । পরে আমি আমার ওয়েবসাইট টা অন্য আর এক জায়গা থেকে hosting ও domain নিয়ে আবার চালু করি।
তাই আমি মনে করি আপনার hosting এ সমস্যা………