আমি হিরেন বুট সিডি ১০.৪ ডাউনলোড করেছি।কিন্তু বুঝতে পারছি না যে এটাকে কিভাবে রাইট করব।এটাকে কি আনজিপ করে ডাটা ডিস্ক হিসেবে রাইট করব,নাকি বুটঅ্যাবল সিডি হিসেবে রাইট করতে হবে?যদি বুটঅ্যাবল সিডি করতে হয় তবে Nero9 দিয়ে কিভাবে করব একটু বলে দিলে ভাল হয়,কারণ আমি এটায় ওইরকম কোন অপশন পাচ্ছি না।Nero9 এ বুটঅ্যাবল সিডিতে শুধু ইমেজ বার্ন আছে।আরেকটা ব্যাপার,হিরেন ১০.৪ দিয়ে কি Windows7 রিস্টোর হয়?আমি শুনেছি সেটআপ ২মাসের বেশি পুরনো হলে রিস্টোর হয় না।অনুগ্রহ করে আমাকে তথ্যগুলো জানালে অনেক উপকৃত হব।
আমি Fortune Hunter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 277 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
হিরেন বুট সিডি ১০.৪ বুটেবল করার জন্য ইমেজ বার্ন করতে হবে ।
আর হিরেন বুট সিডি ১০.৪ যেই folder এর ভেতর থাকে সেই folder এ hbcd.iso ছারাও বার্ন করার জন্য একটি application থাকে যা দিয়ে হিরেন বুট সিডি ১০.৪ বুটেবল করার জন্য ইমেজ বার্ন করতে পারবেন।
Windows7 এর কথা বলতে পারবনা তবে এক্সপি তে আমি ৪ মাস আগের ইমেজ রিস্টোর করে ব্যবহার করেছি ।