কেলকুলেটারে ০ (জিরো) বাটন থাকে, আবার দুইটা জিরো ওয়ালা একটা বাটন থাকে। আমরা সবাই জানি, যদি ০০ ০০ ০০ লিখতে হয়, আমরা অবশ্যই একটা জিরো ওয়ালা বাটনে ছয় বার প্রেস করবো না। দুইটা জিরো ওয়ালা বাটনে তিন বার চাপলেই ছয়টা জিরো লিখা হয়ে যায়। কেলকুলেটারে যদি এমনটি করা যায়, কম্পিউটারে কি এমনটি হবে না???????????
কপি, পেস্ট করার কোন উপায় নেই। অন্য কোন উপায় থাকলে আমাকে দয়া করে জানাবেন প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ
আমি Asif Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা করতে হলে আমাদেরকে keyboard encoder পরিবর্তন করতে হবে। প্রচলিত কিবোর্ড দ্বারা এটা করা সম্ভব নয়। কারণ এখানে প্রত্যেকটা key switch এর বিপরীতে একটা কোড keyboard encoder এ দেওয়া আছে। মাইক্রোপ্রসেসর সেটা বুঝে আমাদেরকে রেজাল্ট দেখায়।