ভাইজান দয়া করে একটু হেল্প করেন, আসেন এইদিকে

কে কে আছেন বাশ দেওয়ায় এক্সপার্ট ? আমারে একটু হেল্প করেন বাশ দিতে , শিখান লাগবো না, কইলেই হইবো ।

মোবাইলে জিপি দিয়ে ক্যামনে ফ্রী নেট চালামু , একটু কইয়্যা দেন । তাইলে খুবই উপকার পাই ভাইজান । 😛

কমেন্ট কইরা জানাইলেই হইব, তয় কমেন্ট অপশন না থাকলে ফেসবুকে মেসেজ কইরা জানান ।

ধইন্যবাদ ভাইজান ।

Level 0

আমি dsakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সোজা Google মামার পায়ে ধরেন। Proxyfire (2585 KB) আর AFD (204 KB) Download দেন। Proxyfire Portable version হলে ভাল হয়। Proxyfire এ new profile add করেন। Proxy = 10.128.001.002 আর Port = 8080 । আর Grammen Phone এ P1 বাদ দিয়ে যে কোন Package চালু করেন ( 2.5 tk = 2MB = *111*6*1*1*5# মেয়াদ ১ দিন)।

এবার Modem Setting====
Nokia Phone থাকলে Nokia PC এ Personal Account Setting a Access Point= gpmms লিখেন. আর সব খালি রাখেন।

এটুকুতেই মনে হয় বুঝতে পারবেন। আর যদি না পারেন অথবা Nokia Phone না থাকলে অথবা Grammen Modem দিয়ে চালাইতে চাইলে মুবিন ভাইয়ের টিউন টা পরেন।

<3= https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/221000#comment-435721

Level 0

Thanks a lot vaia, kintu java phoner jonno ki korbo ?