.tumblr.com এর blog তৈরী এবং কিছু সমস্যা।

সুপ্রিয় টিউনার, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আজ আমি নতুন একটি সমস্যা নিয়ে আপনাদের নিকট হাজির হয়েছি। আশা  করি আপনারা অত্যন্ত ধৈর্যশীলতার সাথে আমার সমস্যাটি বোঝার চেষ্টা করবেন এবং সমাধান এর পথ দেখিয়ে দিবেন।

আমি Microworkers.com এ নতুন কাজ করতে শুরু করেছি। আমার ইচ্ছা এখান থেকেই আমার Online earning এর কাজ শুরু করব। অনেকগুলো কাজ ইতিমধ্যে শেষ করেছি। কিন্তু tumblr এর কাজ গুলো করতে পারছিনা। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন।

আমি .tumblr.com এ একটি একাউন্ট করেছি। আমার blog site এর নাম Earn Money Onlin আমার ব্লগ সাইটে একটি ফ্রি থিম ব্যবহার করে customize এর জন্য Edit HTML এ Click করলে থিম এর সকল কোড Show করে কিন্তু উপরে ডান কর্ণারে Invalid HTML দেখায়। কোন কিছু এডিট করার পর update করলেও Invalid HTM দেখায়।

কিভাবে আমি আমার valid blog site তৈরী করব? যা well google cached হবে বা Microworkers এর চাহিদা মত একটি সাইট তৈরী করতে পারব? আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। যা আমাকে আমার কাঙ্খিত লক্ষে পৌছানোর জন্য আরও এক ধাপ এগিয়ে দিবে।

আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করি সকল ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

রফিকুল ইসলাম

Level New

আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই, আপনি আমার সিরিজ পোষ্টগুলো যেমন- আসুন গুগুল ব্লগ দিয়ে নিজের ওয়েব সাইট তৈরি করি। দেখতে পারেন। এছাড়া আপনি কোন ক্ষেত্রে সমস্যায় পরছেন। এবং আপনি টেমপ্লেট টি কে কিভাবে এডিটিং করছেন এসব সম্পর্কে বিস্তারিত জানান তবে আমি আপনাকে সাহয্যে করব। আপনি আমার একটি ব্লগ সাইট ও দেখতে পারেন। http://www.bdwebworld.blogspot.com