আমি গত একমাস যাবৎ একটি সাইট খুলি। আমি যতটুকু জানি একটি সাইট যখন অনলাইনে আসে এবং এলেক্সাতে ক্লাইম করে তখন তার একটি rank থাকে তা যাইহোক ২০০০০০০০ অথবা অধিক। কিন্তু আমার সাইটের কোন rank নেই । উল্লেখ্য কিছুদিন আগে অর্থ্যাৎ আমার ১০-১৫ দিন আগে আমার বন্ধু একটি সাইট খোলে এবং তার rank আছে। এখন আমার কি করা উচিত বা কি করতে পারি। আসা করি এর সমাধান আমি আপনাদের কাছ থেকে পাবো। আমার সাইটটি হলো
আমি ashad29। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।