সুপ্রিয় টিউনার, আসসালামু আলাইকুম। আমি অনেক আগেই টেকটিউনস এর সদস্য হই এবং নিয়মিত আমার প্রয়োজনীয়য় টিউন পড়ি। কিন্তু কখনওই কোন টিউন করি নাই। এটাই আমার প্রথম টিউন। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাহায্য করবেন।
১। আমার খুব ইচ্ছা অনলাইনে ইনকাম করার। কিন্তু আমি বেশি কিছু জানিনা। তবে টাইপিং, কম্পিউটিং কাজে মোটামুটি দক্ষ। তাই আমি মাইক্রোওয়ার্কার্স এ একাউন্ট খুলতে চেষ্টা করলাম। কিন্তু আইপি সমস্যার কারণে কিছুতেই একাউন্ট খুলতে পারলামনা। তারপর টেকটিউনস থেকে কোন এক পোষ্ট থেকে আইপি হাইড বিষয়ক টিউন পড়ে সেই নির্দেশনা অনুযায়ী আমার একাউন্ট খুলতে সক্ষম হয়েছি।
এখন আমার প্রশ্ন হলো, আমার একাউন্ট কি ঠিক আছে? ঠিক থাকবে? পরবর্তীতে কি কোন সমস্যা হবে? আমি কি উইথড্র করতে পারব?
২। আমার একাউন্ট আছে কিন্তু আমার ওয়ার্কার আইডি কি বা কোনটি তা জানি না। আমি কিভাবে আমার ওয়ার্কার আইডি পাব?
প্রিয় মাইক্রোওয়ার্কার্স এ অভিজ্ঞ ভাইদের কাছে উপরোক্ত বিষয়গুলির সমাধান দিতে বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদান্তে
রফিকুল ইসলাম
আমি রফিকুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
account jehetu korty parcen, earn o korty parben r worker ID o paben. centa korar kisu nai.