আমি আগে একটি টিউনে বলেছিলাম গুগল এডসেস্ন এর জন্য আপ্লাই করেছি কিন্তু এখনো উত্তর পাই নি। আজকে ১২ দিন শেষ হল ১৩ দিন শুরু হল কিন্তু এখনো কোনো রিপ্লাই পেলাম না। আমি http://www.tfortechnic.blogspot.com এর জন্য আবেদন করেছিলাম। কেউ কী জানাবেন এখন কী করতে পারি। আর গুগল এডসেস্ন ছাড়া কিভাবে অনলাইনে সহজে টাকা ইনকাম করা যায় তাও একটু জানাবেন কষ্ট করে। তবে ভাই যাই বলুন না কেন অনলাইন এর বিষয়ে প্রথমে নিজের বিষয় ভাববেন। যে আমার স্থানে আপনাকে এই কাজটি করতে দেওয়া হলে আপনি কী পারবেন? মানে আপনি আমাকে যে কাজের কথা বলবেন তা যদি আপনি নিজে করতে পারেন তাহলে আমাকে জানাবেন। এমন কিছু বলবেন না যা আপনার নিজের দ্বারা সম্ভব না। কেননা আপনিও মানুষ আমিও মানুষ তবে গুণের দিকে একটু ভিন্ন এই আর কী। আশা করি কেউ সাহায্য করবেন। প্রতিমাসে মাসে ইন্টারনেটের টাকা দিতে দিতে অবস্থা শেষ।
আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।
আপনি data entry করে আয় করতে পারেব। আর adseen sss এর কথা কি বলব। এটা থেকে টাকা মানুষ পায় না তা না কিন্তু অনেক দেরী হয় ।
আমার ভাইয়া ২ বছর পড় adseen এর টাকা পায়। so it is long ………time…processs