Call Of Duty. Black ops II

বন্ধুরা এটাই আমার প্রথম পোষ্ট। তাই ভূল হলে ক্ষমা করে দেবেন।

BLACK OPS II

আমি অনেক দিন ধরে Call Of Duty Black Ops II গেমস্ টা  খেলার চেস্টা করছি, কিন্তু খেলতে পারছি না। গেমস্ টা খেলার জন্য যে  মিনিমাম রিকয়েরমেন্ট চায় আমার তার চেয়ে বেশি আছে। কিন্তু তার পরও আমার কম্পিউটারে এই গেম টা রান করছে না।

আপনারা কেউ  কি এই গেম টা খেলতে পারছেন? পারলে দয়াকরে বলবেন কি করে পারলেন বা এই গেমটা খেলতে কি কি দরকার বা কি কি করা লাগবে?

আর steam আমি ইনস্টল দিছি? কিন্তু আমি এই জিনিসটার ভাল ভাবে বুঝি না।

Level 0

আমি mithu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মনে হচ্ছে এই গেমস্ টা আমাদের দেশের কেউই এখনও খেলেনি। বা খেললেও তার এই সাইটে আসে না।
That’s all I want to know………..

উইনডোজ ৮ ৬৪ বিট এ মাষ্ট চলবে। ডেট পরিবর্তন করতে হবে। ৩২ বিটে চলে না , অনেক ট্রাই করেছি।

    Level 0

    @মোঃ আরিফ: thanks. I’ll try.

    Level 0

    @mithu: @মোঃ আরিফ: thanks. I works.