আসসালামু আলাইকম
আমি ইন্টারনেট জগতে নতুন তাই তেমন একটা কিছু জানিনা ।
আনেক কষ্ট করে ইন্টারনেট গাটা গাটি করে আমি একটা ব্লগে সাইট বানাই। অবশ্যাই টেকটিউন্স অবদান
সবার চাইতে বেশি । আজ ও পযন্ত টেকটিউন্সের সাথে আছি এবং থাকব সব সময়ই।
আমার ব্লগে সাইটের বয়স ৭-৯ মাস চলেতেছে কিন্তু কোন দিন ভাবিনি যে হট্যাৎ করে এত দিনের
কষ্ট বিফলে চলে যাবে। আমি প্রতিদিন ই ব্লগে পোস্ট করতাম । আমার ইনকাম তেমন একটা খারাপ ছিল না ।
ভিসিটর ভাল ছিল ডেলি ৩০০০-৩৫০০ হাজার পযন্ত। ডেলি ২-৩ ডলার এর মত ইনকাম ছিল ।আজ সকালে ব্লগার এ
ডুকে দেখি আমার ব্লগ নাকি ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্ত কেন বুঝতে পারলাম না।
জিমেইল ইনবক্সে দেখি (Your Blogger account has been suspended) ৩ টা ব্লগ সাইট ছিল তিনিটা
ডিলিট মেরে দেওয়া হইছে। তাই মাথাই হাত দিয়ে টেকটিউন্সে পোস্ট করতে বসলাম। আমি জানি এখানে আমার চাইতে
অনেক জ্ঞানী বড় ভাইয়েরা আছে। আমি আশা করি কি করলে আমি আমার ব্লগ টা ফিরে পেতে পারি অবশ্যাই আমাকে
আমার বড় ভাইয়েরা হেল্প করবে।
টেকটিউন্স থেকে সব সময়ই হেল্প পেয়ে আসছি আশা করি এখনো পাবো ।
আশাই রইলাম
আমি নুরুল কবির মানিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ব্লগ এর লিঙ্ক গুলো দেয়েন ।
আপনার ব্লগ গুলো কিসের উপরে ছিল, আপনি কি আগে কোন নটিফাই পান নি আপনার ওয়েবমাস্টার এ বা কোন মেসেজ।