Zbigz আপডেট এবং ডাউনলোড সমস্যা

টেকটিউনস এর সবাইকে সালাম।

বিশেষ এক সমস্যায় পড়ে আপনাদের দ্বারস্থ হলাম। মুভি, কার্টুন, টিভি সিরিয়াল এর প্রতি আমার একটু বিশেষ  দুর্বলতা আছে। প্রথমে মিডিয়া ফায়ার হলেও পরে টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতাম। প্রথমে torrific.com এবং পরে zbigz.com দিয়ে IDM এ লিঙ্ক নিতাম।  free user হিসেবে মাত্র দুটো ফাইল একবারে লিচিং করতে পারতাম। কিন্তু ফাইল দুটোর সাইজ নিয়ে মাথা ঘামাতে হত না। ভালই চলছিল সব। কিন্তু কিসুদিন ধরে zbig এ কিছু সমস্যা হচ্ছে। সম্ভবত zbig তাদের সার্ভার আপডেট করেছে, তাইঅনেক পরিবর্তন টের পাচ্ছি। এখন আর ১ জিবির বেশি ফাইল সাইজ হলে তা আর নিচ্ছে না। হ্যা, সম্ভব

যদি প্রিমিয়াম ইউজার হয় তবে। কিন্তু আমার পক্ষে তো সরলপথে প্রিমিয়াম ইউজার হওয়া সম্ভব নয়।

টরেন্ট থেকে আইডিএম এ নেয়ার অন্য কোনো উপায় কি আছে? থাকলে সিস্টেমগুলো জানতে মন আকুপাকু করছে।

তাই টেকি ভাই টেকনিক  এবং অভিজ্ঞদের পরামর্শ খুব দরকার।

এই পোস্টে সময় দেয়ার জন্য অনেক ধন্যবাদ।

Level 0

আমি জিপসী মেহেদী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

site.filestream.me ইউজ করেন !

ধন্যবাদ ভাই। দেখে মনে হচ্ছে utorrent এর মত। আমি টরেন্ট ফাইলটা আইডিএম দিয়ে ডাউনলোড করতে চাচ্ছিলাম। আর কোন উপায় নেই?

Level 0

filestream.me থেকে আইডিএম দিয়ে ডাউনলোড করতে পারবেন । তবে ফাইলটা ৩ দিনের মধ্যে ডাউনলোড শেষ করা লাগবে !!

@skylark ভাই…অনেক ধন্যবাদ। কিন্তু কিভাবে? কোন টিউটোরিয়াল বা পোষ্ট আছে যা থেকে প্রনালীটা জানা যাবে?

মনে হয় পেয়ে গেছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।

Level 0

Please help me
i cant registration on site.filestream.me.
It says i’ve multiple account. But i dont have any account.
please please help me.

আমার আপনার মত সমস্যায় পড়তে হয়নি site.filestream.me তে registration করতে। আপনি http://bytebx.com/ এ চেষ্টা করে দেখতে পারেন। আমি এটাই এখন ব্যবহার করতেছি। ভালই বলতে হবে।

Level 0

Tnks man.@জিপসী মেহেদী

কাজ হয় না