GP Huawei E303 মডেম বিষয়ক সাহায্য প্রয়োজন!!!!

গতকালই নতুন GP Huawei E303 মডেমটি কিনলাম। সাথে টেলিটক এর 3G এর ইন্টারনেট সংযোগ নিলাম। নতুন তো তাই ভালই চলছিল। সন্ধ্যার পর থেকে সমস্যাটা চোখে পড়ছে। কিছুক্ষন পর পর মডেম এর লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আর পুনরায় লাইন পাওয়ার সাথে সাথে জিপির একটি পেইজে (http://internet.grameenphone.com/) অটোমেটিক প্রবেশ করছে। টেকি ভাইদের সাহায্য কামনা করছি এই সমস্যা থেকে উত্তরনের পথ বলে দেবার জন্যে। যখন কানেকশন পাচ্ছে তখন কিন্তু খুব ভালই মানে ১৪০~২২০ কিলোবাইট/সেকেন্ড স্পিড পাচ্ছে।

আমি এই একই মডেমে গ্রামীন এর ইন্টারনেট ব্যবহার করেছি আজ সকালে। তখন কিন্তু এই সমস্যা হয় নি, মানে ডিসকানেক্ট হচ্ছিল না।

GP_Modem_Tools_IF photo GPP_zpsb41c569b.jpg

এইটার টুলস মেনুতেও কোন অপশন নেই যাতে আমি অটোমেটিক http://internet.grameenphone.com/ যাওয়া বন্ধ করতে পারবো...

এখন আমি কি করতে পারি যদি একটু কেউ দয়া করে বলতেন তবে খুব উপকৃত হতাম।

Level 2

আমি স্টারটেক স্টারটেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 164 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আগ্রহী, জানাতে আগ্রহী। হাত বাড়াই সাহায্য দেবার ও নেবার জন্য। সাধ্য খুবই কম দেবার মত। জ্ঞান আহোরনে ব্যস্ত থাকার চেষ্টা করি চাই বন্ধু হতে সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস