১৬৬ জিবি’র একটি হার্ড ড্রাইভের মাস্টার ফাইল টেবিল করাপ্ট সমস্যা। সমাধান জানলে প্লিজ হেল্প করুন।

ভাইরাস সংক্রান্ত ঝামেলায় এক পর্যায়ে সি ড্রাইভের বুট ডিরেক্টরী থেকে পিসি বুট নিতে পারছিলো না। প্রথমতো পিসি'র BCD rebuild করি, তারপর Ubuntu 10.04 ট্রাই ইনস্টলেশন সিডি ব্যবহার করে সি ড্রাইভ থেকে সব গুরুত্বপুর্ণ ফাইল সরিয়ে রেখে পিসি নতুন করে সেটআপ দেই। কিন্তু সমস্যা এখন আরও বড়।

কারণ আমার সবচেয়ে বড় হার্ডড্রা্ইভ যেটা ১৬৬ জিবি ধারনক্ষমতাসম্পন্ন সেটা প্রায় হঠাৎ করে খালি দেখাচ্ছে। পিসি বুট নেবার সময় CHKDSK করে ওই ড্রাইভের এবং বলে যে "Master File Table for this drive is corrupted. Windows cannot recover master file table. CHKDSK aborted."

ড্রাইভের ডাটা রিকিভারির জন্য EASUS Professional Wizard ব্যবহার করে complete recovery দেওয়ার পর মাত্র ২০% এর মত ডাটা রিকিভারি হয়েছে! তাছাড়া অন্যান্য সফটওয়্যার যেমন- Active Recovery, TestDisk ব্যাবহার করেছি, কিন্তু সমাধান করতে পারেনি।
সেটআপ দেবার পর একটা উইন্ডো আসছে বারবার "Windows has detected a bad hard disk: Back up data options আসে" , ব্যাকআপ অপশন ব্যবহার করবো কিনা বুঝতে পারছি না।

এমনাবস্থায় আমি প্রায় ১৬০গিগাবাইটের মতো গুরুত্বপুর্ণ ডাটা হারানোর দ্বারপ্রান্তে যেগুলো আবার ফিরে পাওয়া স্বভাবতই অসম্ভব।

ড্রাইভের মাস্টার ফাইল টেবিল করাপ্ট হয়ে গেলে ডাটা রিকভারি করার কোন সুযোগ কি নেই? কারও জানা থাকলে প্লিজ প্লিজ এই হতভাগার জন্মদিনে একটু হেল্প করবেন।

ধন্যবাদ।

Level 0

আমি 1285sh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

নিচের লিংকটি পড়ে দেখতে পারেন।
http://kamrulcox.blogspot.com/2012/09/hard-disk-bad-sector.html

Level 0

My laptop is not start. Windos setup complite 3rd time But not start. What can I do this time. Plz help me