আমার কোন পোস্ট খুজে পাচ্ছি না কেউ সাহায্য করবেন আশা করছি

প্রথমেই সকল টিউনার ভাইদের সালাম (আস সালামু আলাইকুম)।

আমি গত ২০০৯ এর ডিসেম্বর এ ব্লগ স্পট এ একটা অ্যাকাউন্ট করি টেকটিউন্স ফলো করে। এর পর মাত্র দুইটা পোস্ট করে এডসেন্স এ অ্যাপ্লাই করি এবং আমার ব্লগ এ অ্যাড জগ করি। এর পর নিজে নিজে কিছু  এডে ক্লিক করি ফলে আমার এডসেন্স অ্যাকাউন্ট ব্লক হয়ে জায়। নিজে নিজে এডে ক্লিক করার কারনে যে এডসেন্স ব্লক করে তা জানতাম না। যা অ্যাকাউন্ট হক ব্লক হওয়ার পরে আর চেস্টা করিনি। এখন আমার ডেসবোর্ড ঢুকে কোন পোস্ট খুজে পাচ্ছি না কিন্তু আমার ব্লগস্পট এড্রেস এ আমার ঐ দুইটা পোস্ট দেখতে পাচ্ছি। আমি এই http://www.blogger.com/forgot.g এড্রেস এ গিয়ে লুকাপ করেও কোন ফল পাচ্ছি না। কেউ কি সাহায্য করবেন কিভাবে আমার পোস্ট গুল পাব।

আমার ব্লগ এড্রেস saifyea.blogspot.com

Level 0

আমি সাইফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস