সকলের পরামর্শ ও সাহায্য চাই কিভাবে আমার সাইটের ছবি প্রটেক্ট করব

আমার একটি মোবাইল সার্ভিস সেন্টার আছে যেখানে আমি সকল প্রকার মোবাইল সার্ভিসিং করে থাকি তাই আমি একটি সাইট তৈরী করেছি যেখানে মোবাইল মেরামত অনেক কনটেন্ট রয়েছে একান এখানকার সকল কন্টেন্ট আমি নিজে তৈরী করেছি প্রথমে আমি মোবাইলের বিভিন্ন সমস্যার সমাধান করি তারপর কামেরা দিয়ে ছবি তুলি এবং পরে তা আমার সাইটে পোস্ট করি আমার সাইটের মূল জিনিসটি হলো ছবি ভিত্তিক কন্টেন্ট দুঃক্ষ জনক হলেও সত্য যে আমার এই কন্টেন্ট গুলো চুরি হচ্ছে অর্থাত আমার কনটেন্ট গুলু অনেকেই তাদের সাইটে পোস্ট করতেছে আবার কেউ কেউ কনটেন্ট গুলো হুবুহ পোস্ট করেছে তাদের সাইটে এ অবস্থায় কি করতে পারি অথবা কিভাবে ছবি প্রটেক্ট করতে পারি এ জন্য অভিজ্ঞদের পরামর্শ ও সহযোগিতা চাই

আমার সাইটটি ঘুরে আসতে চাইলে এখানে দেখুন
http://repairhelps.blogspot.com

Level New

আমি Safiq24। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সহজেই এ সমস্যার সমাধান করতে পারেন। প্রথমে http://www.blogger.com/home এই লিংকে গিয়ে আপনার ব্লগটি সিলেক্ট করুন। যেমনঃ http://www.blogger.com/blogger.g?blogID=********************
এবার Settings এ ক্লিক করলে Blog Readers লেখা দেখতে পাবেন। সেখানে তিনটি অপশন দেখতে পাবেন-
Anybody

Only blog authors

Only these readers

ওখানে দেখবেন Anybody তে টিক দেয়া আছে। আপনি চাইলে Only blog authors ( আপনি একা) অথবা Only these readers এখানে ক্লিক করলে শুধু ব্লগ রিডাররাই দেখতে পাবে।

যদিও এতে ভিজিটর হারাবেন কিন্তু কন্টেন্ট চুরি হওয়া থেকে বাঁচতে এগুলি ট্রাই করে দেখতে পারেন( যদি আপনি মনে করে থাকেন, আপনি এই গুলো আবিস্কার করেছেন এবং কারও সেই গুলো ইউজ করার অধিকার নাই)।

বিঃদ্রঃ আপনি কতদিন ধরে ব্লগিং করেন ?
আমি নিজে এই গুলো নিয়ে ভাবি না। শত শত স্থানে গেছি, হাজার হাজার ফটো তুলেছি, নেটে শেয়ার করেছি। এখন কেউ যদি ছবি গুলো ডাউনলোড করে রাখে তবে সে জন্যে কি আমি ছবি শেয়ার করা বাদ দিয়ে দেব ?
আপনাকে মাত্র একটা উদাহরন দিলামঃ https://plus.google.com/110552499960254018118
এখানে আমার পোস্টে কে লাইক দেয়, কেউ রি-শেয়ার করে, কেউ বা ডাউনলোড করে রাখে ! কারন এরা আমার কাজ কে মূল্যবান কিছু মনে করে এবং তাতেই আমি খুশি।

যাহোক আপনি চাইলে আমার দেয়া ট্রিক্স টা ট্রাই করতে পারেন।

Level New

ধন্যবাদ আসলাম ভাই
আমি যদি রাইট বাটন ক্লিক প্রটেক্ট করি তাহলে কি এডসেন্স এ কোনো প্রভাব পরবে

    Level 0

    @Safiq24: আমি এই বিষয়ে নিশ্চিত নই। রাইট বাটন প্রটেক্ট করেও কিছুই হবে না। বর্তমান যুগ হল “ড্রপ এন্ড ড্রাগ” এর যুগ। মাউস দিয়ে ছবি টেনে এনে ডেস্কটপে রাখবে ! কাজ শেষ। বেশি ভয় থাকলে শুধু টেক্স ইউজ করুন, ছবি দেয়া বাদ দিন।