আমি প্রায় এক বছর ধরে টেকটিউনস ভিজিট করছি কিন্তু পোষ্ট করা হয়নি।
আজ অনেক বিপদে পড়ে টিউন করতে বসেছি।
আমার খুব প্রিয় একজন স্কুল শিক্ষক আমাকে একদিন ডেকে একটা কাজ করে দিতে বললেন। আমি শুনে অবাক। কি করি খুজে পাচ্ছিলাম না। হঠাত টেকটিউনস এর কথা মনে হল। আজই নতুন আইডি খুলে পোষ্ট লিখতে বসলাম।
স্যার বললেন, তাকে কিছু আইডি কার্ড বানিয়ে দিতে হবে। সম্পুর্ন স্কুল এর আইডি কার্ড বানিয়ে দিতে হবে। তিনি জানেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাই না বলতে পারলাম না। কিন্তু আমিও তেমন ভাল ডিজাইনিং জানি না। সবচেয়ে বড় কথা হল এত ছাত্র ছাত্রীর আইডি কার্ড ফটোশপ কিংবা ইলাস্ট্রাটরে করা আমার দ্বারা সম্ভব নয়।
তাই ভাবছি এমন যদি কোনো সফটয়ার পাওয়া যায় যেটাতে শুধু তথ্য ইনপুট দিলে আটোমেটিকালি আইডি কার্ড প্রসেস করবে এবং সব আইডি কার্ড একই ডিজাইনের হবে । অবশ্যই আইডি কার্ডে ছবি সংযুক্ত করার ব্যবস্থা থাকতে হবে।
প্লিজ যদি কেউ এই ব্যাপারে আমাকে কোনো ধরনের সাহাজ্য করতে পারেন জানাবেন।
আপনার সংগ্রহে যদি এরকম কোনো সফটয়ার থাকে আমাকে দিলে উপকৃত হব।
কমেন্ট করুন অথবা ই মেইল করুন।
e-mail: [email protected]
আমি Arpan Kumar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
visual business card aita google a srarch din………awesome software./….