==এক্সপার্ট ভাইদের সাহায্য কামনা করছি ==

আসসালামুয়ালাইকুম।

আমি টেকটিউনস এর নিরব পাঠক। নিরব মানে শুধু পোস্ট পড়ি, কখনো করি নাই। অতএব এটাই আমার প্রথম পোস্ট।

টিউনার ভাইদের শেয়ার করা পোস্ট দেখে আমি টেক্সটাইল বিষয়ক ওয়ার্ডপ্রেস ব্লগ করেছিলাম (wordpress.com এ). প্রায় ৬০টা পোস্ট লিখে জানতে পারলাম WordPress.com এ  Ad-sense হয় না। আমি godady থেকে Domain ও hosting নিয়েছি এবং wordpress.org তে ট্রান্সফার করেছি।

Ad-sense নিয়ে আমার কিছু প্রশ্ন আছে। কেউ যদি উত্তর দেন কৃতজ্ঞ থাকব।

১। redirect (13$ চায় তাই ) করি নাই, গুগল কিভাবে বুঝবে এটা copy-past না, এটা আমার নতুন সাইট।

২। যেহেতু সাইট ট্রান্সফার করেছি আগের সাইট কি delete করে দিব?

৩। এর জন্য কি আমার Ad-sense application বাতিল হতে পারে?

৪। ব্যাকলিঙ্ক কি শুধু লিঙ্ক add করা? এর জন্য কোন প্লাগিন ভালো?

উত্তরের আশায় রইলাম।

আমার ব্লগ

Level 0

আমি Shafayetul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস