আমি আমার ব্লগ খুলেছি এক মাস হল। Google Webmasters এ সাবমিট করার পর অনেক URL index হয় । কিন্তু কয়েক দিন আগে গিয়ে দেখি মাত্র ১ টা ইনডেক্সড আর অনেক URl ব্লক করা। আমি তারপর-ও ৭-৮ দিন ওয়েট করেছি। কিন্তু URL ইনডেক্স হয় না। অথচ আমি প্রতিদিন পোস্ট করি। আর মজার বিসয় হল URL index না হলেও শুধুমাত্র সাবমিট করলেই তার কয়েক ঘণ্টার মধ্যে গুগল এ সার্চ দিলেই সেই পোস্ট পাচ্ছি। কিন্তু সেই ইউআরএল এখন ইন্দেক্স-ই হই নি।
আমার ব্লগের ইউআরএল ইনডেক্স করাতে আমি কি করব ?? 😥 আর কি করলে ইউআরএল ব্লক হবে না। আমি খুব-ই চিন্তিত টিটি 'র ভাইয়েরা সাহায্য করবেন আশা করি। হেল্প করলে আমি খুব-ই উপকৃত হব।
প্রয়োজনে আমার ব্লগটি একবার দেখে সাহায্য করুন।
আমার ব্লগ (টিটি নিয়ম ১.১৩ অনুসরণে)
আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!
“আর মজার বিসয় হল URL index না হলেও শুধুমাত্র সাবমিট করলেই তার কয়েক ঘণ্টার মধ্যে গুগল এ সার্চ দিলেই সেই পোস্ট পাচ্ছি। কিন্তু সেই ইউআরএল এখন ইন্দেক্স-ই হই নি।”
ইন্ডেক্স হয়নি কিন্তু সার্চ দিয়ে পেয়ে গেলেন ! নতুন কিছু জানলাম…