অ্যাড সেন্স এর জন্য সাহায্যের প্রয়োজন । প্লিজ হেল্প

টেঁকি ভাইয়েরা আমাকে একটু হেল্প করুন । আমার সাইট হল এইটা  । সাইটের এলেক্সা রেঙ্ক ওকদম খারাপ না । এবং আমি অ্যাড সেন্স এর সকল নিয়ম মেনে চলতেছি কিন্তু প্রতিবারই অ্যাপ্লাই করার পর সেকন্ড টাইম রিভিও নেয়ার পর সব সময়ই এই রিপ্লাই টা আসে

Hello,

As mentioned in our welcome email, we conduct a second review of your AdSense application once AdSense code is placed on your site(s). As a result of this review, we have disapproved your account for the following violation(s):

Issues:

- Site does not comply with Google policies

এখন আমি কি করতে পারি আপনারা দয়াকরে একটু হেল্প করেন ।  কি করলে আমি অ্যাড সেন্স পেতে পারি ।

Level 0

আমি Hafiz Rakib। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এডসেন্সের অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনাকে কিছু নির্দিষ্ট পলিসি মেনে চলতে হবে। এটা আর কিছুই না, কিছু নির্দিষ্ট তথ্য আপনার প্রাইভেসি পলিসিতে অ্যাড করতে হবে। গুগল এডসেন্স রয়েছে এরকম কিছু সাইট থেকে প্রাইভেসি পলিসি কপি করতে পারেন। এতে সেই সাইটের নাম গুলোর বদলে আপনার সাইটের নাম দিয়ে দিবেন। হবুহু কপি না করে কিছুটা চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। আর প্রাইভেসি পলিসি পেজের লিংক অবশ্যই হোমপেজে দিতে হবে। সাথে কনট্যাক্ট আস এবং অ্যাবাউট আস পেজ থাকলে ভাল হয়। আর একটা কথা, অনেক শর্টকাট উপায়ই কিন্তু ২ দিনের মধ্যে এডসেন্স একাউন্ট পাওয়া যায় এবং সেগুলো সেকন্ড রিভিউও পাশ করে, কিন্তু সেই ধরনের একান্টের মেয়াদও শর্ট হয়, তাই না নেওয়াই ভাল। আর কারো কাছ থেকে এডসেন্স একাউন্ট কিনবে না। আমিও দুই দিনের মধ্যে ফুল এপ্রুভড একাউন্ট খুলে আপনাকে বেঁচতে পারি, কিন্তু সেটা টিকবে কি না তার কোন গ্যারান্টি নাই। ১ বা ২ সপ্তাহের ভিতরে ব্যান্ড হয়ে যেতে পারে। ওয়েবসাইটের মাধ্যমে এপ্লাই করে নেওয়াই উচিৎ আপনি যেরকমটা করছেন। অপেক্ষার ফল মিঠা হয়। হতাশ হবেন না। আসলে এশিয়ান কান্ট্রি গুলোকে গুগল সহজে এলাউ করতে চায় না। অন্তত ছয়মাস ধরে ঘোরাবে, তারপর এলাউ করবে। আপনার সাইটের এলেক্সা rank খারাপ না, কিন্তু তাও যথেষ্ট নয় কারন, আপনার এই rank এ গুগলের পেআউট থ্রেশহোল্ড ১০০ ডলার তুলতে হলে আপনার সাইটের CTR কম্পক্ষে ১০% হতে হবে বা তারও বেশি। তারউপর আপনার বাংলাদেশের টপিক, তাই UK/USA/Australlian ক্লিক কম আসবে। সাউথ এশানরা ক্লিক করলে আপনি পাবেন ২০ সেন্ট বা তারও কম। প্রথম শ্রেণীর দেশ থেকে কেউ ক্লিক করলে যেখানে ১ ডলার বা তার কাছাকাছি পাবেন। আসলে নির্ভর করে CPC এর উপর, যা আপনার টপিকের ক্ষেত্রে কম। এক্ষেত্রে গুগল আপনাকে টার্গেটেড এড দিবে না, কিছু জেনারালাইজড সাধারণ এড দিবে, যার CPC কম। যাই হোক অনেক কথা বলে ফেললাম। তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করুন। কারণ, এডসেন্ট একাউন্ট একবার ব্যান হয়ে গেলে দ্বিতীয়বার পাওয়া কঠিন, ঠিকানা, ফোননম্বর, ইমেইল ইত্যাদি চেঞ্জ করতে হয় কিংবা অন্যের নামে একাউন্ট খুলতে হয়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আশাকরি ঠিকমতো এপ্রুভাল পেয়ে যাবেন।

    @adnantech: আপনার সাজেশানগুলা ভাল লাগল। আমিও শিখলাম। ধন্যবাদ।

Vaia apnar phone numberta ki deya jabe.. proyojonio kichu kotha chilo….

oshongkho dhonnobad vaia… 🙂

Level 0

এসইও……………………………
গুগল প্লাস পেজ এর সাথে সাইটকে কানেক্ট করুন (২/৩ দিন সময় লাগবে)
অথরশীপ ভেরিফাই করুন।
গুগল ওয়েব মাস্টারে ফেরিফাই করুন, সাইট ম্যাপস, রোবটস টেক্স ইত্যাদি যুক্ত করুন।
গুগল এনালাইটিক্সে যুক্ত করুন এবং এনালাইটিক্স এর সাথে ওয়েব মাস্টার লিংককে কানেক্ট করুন।
এখানে সাইট এর স্পীড টেস্ট করুন। https://developers.google.com/speed/pagespeed/insights
খেয়াল রাখবেন যেন স্কোর ৯০ এর উপরে থাক।।
ব্লগারের ডিফল্ট টেমপ্লেট ইউজ করুন।
বাম দিকের পোল দুটি রিমুভ করুন।
মেয়েদের যতো পিকচার আছে, সেগুলো ডিলেট করুন।
ফেসবুক গ্যাজেট রিমুভ করুন।

এবার সঠিক ঠিকানা, নাম, ফোন ইত্যাদি দিয়ে আবেদন করুন ব্লগার এর ডাশবোর্ড থেকে।
আশা করি পেয়ে যাবেন।
এই প্রক্রিয়া গুলো সম্পন্ন করতে কয়েকদিন লাগতে পারে। এগুলো মিস করলে সার্চ রেজাল্টে সাইট শো হবার সম্ভাবনা খুবই কম।

আপনার সাইটটা দেখে এই ত্রুটি গুলো পরিলক্ষিত হল। যেই সাইটে এতো গুলো মিসটেক থাকে, তারে যে এডসেন্স একাউন্ট দিবে সে একটা ভোদাই ! গুগলে কোন ভোদাই এর স্থান নাই, তাই এডসেন্স পাবার সম্ভাবনাও নাই ( আমার মতে)।
আপনি একজন শিক্ষক হলে কি করতেন ? খাতা দেখে ১২ বা ১৫ নম্বরের বেশি দিতেন না !! মানে ফেইল !

এই ত্রুটি গুলো কেউ কোন দিন আপনাকে ধরিয়ে দিত না, সবাই প্রশংসা করিত আর আপনি গর্বে গর্ভবতী হয়ে যেতেন (!)

আপনি আমেরিকান এলবাম গুলোর পোস্ট বেশি পরিমানে দেবার চেস্টা করুন।
আর এই ত্রুটি গুলো শুধরানো বেশি একটা কষ্টকর না, না পারলে অভিজ্ঞ কারো সাথে যোগাযোগ করুন।
এডসেন্স পাইলেই সব পাওয়া হয় না। ক্যামেরা থাকলেই ফটোগ্রাফার হওয়া যায় না।
আমি ১লা জুলাই একটা পোষ্ট লিখেছি, এবং সেই দিনই সেই পেজ থেকে ৫ ডলার আয় হয়েছে। কারন আমার ঐ সাইটের বেশির ভাগ পোষ্টই প্রথম পেজে শো করে…
আপনার জন্যে একটা ডেমো ব্লগের লিংক দিলাম, আমার বানানোঃ http://vehicle-accident.blogspot.com/ এই লিংকটি কপি করে গুগলে সার্চ করুন, দেখুন স্পষ্ট ভাবে দেখাচ্ছে…
ডিফল্ট টেমপ্লেট ইউজ করেছি, কোন এডিটিং করিনি, জাস্ট নরমাল ব্লগ।

অনেক কথা লিখলাম, শুধু আপনার সাইট এর কথা চিন্তা করে। যেহেতু ওখানে অনেক সময় দিচ্ছেন, আশা করি সফল হবেন। শুধু এডসেন্স নয়, সাইটের র‍্যাংকিং উন্নত হবে গুগলে।
ভাল থাকবেন।

    Level 0

    @Aslam: খুব ভালো টিপস। সাবধানের মাইর নাই। একটি অপ্রাসঙ্গিক কথা জানতে চাচ্ছিলাম। ব্লগার অ্যাকাউন্টে যখন ইনডিপেন্ডেন্ট ডোমেইন অ্যাড করা হয় তখন তা কোথায় হোস্ট হয়? গুগলে? নাকি অন্য যে কোনো হোস্টে ট্রান্সফার করা যাবে? তখন আগের ব্লগটি কি সেরকমই থাকবে নাকি নতুন ডোমেইনে রিডাইরেক্ট হবে?

      Level 0

      @adnantech: গুগলে. ghs.google.com
      g=google, h=host, s=service

      Level 0

      @adnantech: তখন আগের ব্লগটি কি সেরকমই থাকবে নাকি নতুন ডোমেইনে রিডাইরেক্ট হবে?

      সব কিছুই আগের মত থাকবে। যেমন- http://vehicle-accident.blogspot.com/
      আমি ডোমেইন নিলাম http://www.vehicle-accident .com/ আগের লিংক গুলো এক্টিভ থাকবে।
      ব্লগারের সাথে কোন কিছুরই তুলনা চলে না। গুগল প্লাস কমেন্ট ইউজ করতে পারেন, আপনার শেয়ার করা লিংকে কেউ কমেন্ট করলে সেটা অটো আপনার সাইটে পোস্ট হবে।

@Aslam ভাই। অনেক উপকৃত হলাম আপনার টিপস গুলো থেকে । অসংখ্য ধন্যবাদ ভাইয়া । <3 । ভাইয়া আপনার মেইল আইডি টা যদি দিতেন অর ফেসবুক তাহলে খুব ই উপকৃত হতাম ।

@adnantech এইটা নতুন ডোমেইন এ রিডাইরেক্ট হবে…।

    Level 0

    @Hafiz Rakib: দুঃখিত ভাই ! আমার ফেসবুক একাউন্ট ইউজ করি না বলেই চলে। শুধু ক্লায়েন্ট এর সাথে যোগাযোগ এর জন্যে ইউজ করি, ফ্রেন্ডস মাত্র ২৯ জন।
    আপনি নিজে চেষ্টা করতে থাকুন, যতো টুকু পারেন। যে গুলো বাকি থাকে তার একটি লিস্ট তৈরি করে এখানে পোস্ট করুন, তাতে আরো অনেকে উপকৃত হবে। আমি আপনাকে এ টু জেট বলে দিয়েছি, আপনি শুধু চেস্টা করতে থাকুন, আশা করি সফল হবেন। আমাকে তো কেউ কিছুই বলে দেয়নি, তখন টেকটিউন ছিল কিনা জানি না। বিভিন্ন ইংলিশ ব্লগ থেকে টিউটোরিয়াল গুলো পড়তাম। তাও আবার ঢাকা থেকে অনেক দূরে গ্রামের বাড়িতে থাকি, আর আমার জেলায় আমি একাই এডসেন্স এর চেক ব্যাংকে জমা দেই। যদি আর কেউ থাকত তবে ব্যাংক থেকে জানতে পারতাম। আপাতত টেমপ্লেট পরিবর্তন করে ডিফল্টে ফিরে যান, সেখানে অনেক নতুন ফিচার আছে। বিভিন্ন ব্লগ ভিজিট করুন এবং সেই ভাবে সাজাতে চেষ্টা করুন।

    যাহোক এই বিষয় গুলোর সমাধানে আমার অনেক কমেন্টস আছে, টেকটিউন্সে। আশা করি ঐ গুলোর লিংক এখানে পোষ্ট করতে পারব। আর বাকি গুলোর সমাধান এখানে লিখে দিতে চেষ্টা করব।

@aslam ভাইয়া, এখন কি আমার ১ম কাজ হচ্ছে টেম্পলেট পরিবর্তন করা, তারপর ২টা পোল ডিলিট করা, আর google+ পেজ তো এড করাই আছে । টুইটার এবং ফেসবুক লাইক বাটনও কি ডিলিট দিতে হবে…??

আর স্পীড ৮৬ আসছে ।

Level 0

এখানে সাইট ম্যাপের বিষয়ে বেশ কিছু কমেন্টস আছে, সে গুলো প্রয়োগ করতে পারেন।

Level 0

অথরশীপ ভেরিফাইঃ https://www.techtunes.io/help-ask/tune-id/161555
সাইট ম্যাপঃ https://www.techtunes.io/web-development/tune-id/169533

@Aslam ভাই
অসংখ্য ধন্যবাদ ভাইয়া…। আমি ফাইনালি সাইট ম্যাপ সাবমিট করতে পারছি…। ভাইয়া এখন আমার সাইটের স্পীড ৮৮ । টেম্পলেট না পরিবর্তন করলে চলবেনা…??
আর টুইটার এবং এফবি লাইক গেজেট কি মুছতেই হবে,…??
আর সাইটে মেয়েদের পিক থাকলে প্রব্লেম কি যদি বুঝাইয়া বলতেন…??
বিরক্ত না হয়ে যদি আনসার গুলো দিতেন তাহলে খুব ই উপকৃত হতাম । আবারও ধন্যবাদ

Apnar site theke ai dhoroner
(Kokhono ki tumi akash ke bolecho amar kotha? Kokhono ki batash ke tumi dekecho, bujhecho amar betha, akulota? Kokhono ki tumi amar, ami tomar bole chitkar kore kadini? Tarader shamne… Jenechi tumi jano; jene amar jonno na hoy kichuta mano….) banglish dur korun.

asa kori peye jaben.

Level 0

আমি যে বিষয় গুলো উল্লেখ করেছি, তাতে যে নিশ্চিত এডসেন্স পাবেন এমন টা ভাবতে পারবেন না। ঐগুলো বেশির ভাগই এসইও রিলেটেড। আমার মেইন ২ টা ব্লগের স্কোর ৯৭, আমি চাইলে আরো বাড়াতে পারি। গুগল প্লাসের প্রোফাইল উইজেড লাগানো আছে, সেটা রিমুভ করলে স্কোর আরও বাড়বে। কিন্তু আমি গুগল প্লাসের উপর নির্ভরশীল, ৩,৮০০ এর বেশি ফলোয়ার আছ, বেশির ভাগই টুরিস্ট এবং ফটোগ্রাফার। শুধু এসইও এর জন্যে গুগল প্লাস ইউজ করি না, কাস্টমার পাবার জন্যেই ওটা ইউজ করি।
১- আপনি গুগল প্লাসে প্রোফাইল তৈরি করুন। কন্ট্রিবিউটে আপনার সাইটের লিংক যুক্ত করুন।
২- ব্লগারের ডাশবোর্ড থেকে ব্লগার অপশনে ক্লিক করে ব্লগার প্রোফাইলের স্থানে প্লাস প্রোফাইলে উন্নিত করুন।
৩- ব্লগারের ডাশবোর্ড থেকে গুগল প্লাসে ক্লিক করে আপনার প্রোফাইলে টিক দিন।
৪- ডিফল্ট টেমপ্লেট ইউজ করলে সহজেই অথরশীপ ভেরিফাই করতে পারবেন। সাইট দ্রুত লোডিং হয়। এছাড়াও অনেক ফিচার আছে, যেমন লোকেশন।
৫- মেয়েদের পিকচার অনেক সময় এডাল্ট কন্টেন্ট হিসেবে গণ্য হয়, যেটা পুরোপুরিই নিষিদ্ধ।
আপনি কোথায় থাকেন জানাবেন, কোন কিছুই সহজ নয়, আবার অসম্ভবও নয়। আপনি চাইলে ব্লগারের ডিফল্ট টেমপ্লেটের সোর্স কোড ঠিক রেখে একে জীবন্ত করে তুলতে পারেন। আমার দেয়া ব্লগের লিংক টাতে দেখুন- নেভিগেশন বার দৌড়ের উপরে… শুধু “পাওয়ারেড বাই ব্লগার” ফুটারে এটা ঠিক রেখে যেমন খুশি তেমন ভাবে সাজাতে পারেন, কোন সমস্যা হবে না।

যারা ব্লগারকে কঠিন মনে করে, তাদের জন্যে ওয়ার্ডপ্রেসই ভাল। কারন ওয়ার্ডপ্রেস সহজে শেখা যায়, কিন্তু ব্লগার সম্পূর্ন ভিন্ন এবং অনেক গুন ফিচার সমৃদ্ধ। ওয়ার্ডপ্রেসে প্লাগিন ইউজ করলেই ঝামেলা শেষ, কিন্তু ব্লগারে সেভাবে পারবেন না। তবে একবার বুঝে গেলেই সহজ মনে হবে।

আপাতত গুগল প্লাসে একাউন্ট করে সাইট ভেরিফাই করে, এডসেন্সের এপ্লাই করতে পারেন। তার আগে গুগল এনালাইটিক্সে সাইট ভেরি ফাই করুন এবং এনালাইটিক্স এর সাইটের প্রোফাইলের সাথে ওয়েব মাস্টারের লিংকিং করে দিবেন।
ব্লগারের সাইটের সেটিং এর আদার এ ক্লিক করে এনালাইটিক্সের কোড দিবেন। কোড এরকম UA-199*****-1 সংখ্যার হবে।

Level 0

আমার ব্লগে দেখুন লেখা আছে- Posted by Mohd Aslam
আপনার ব্লগে এরকম কিছুই নাই, এই টেমপ্লেট দিয়ে অথরশীপ ভেরিফাই করতে পারবেন না। অথরশীপ ভেরিফাই করলে সার্চে আপনার নাম ও ছবি দেখাবে। বেশি সংখ্যক ফলোয়ার বানাতে পারলে রাতারাতি সেলিব্রেটি হয়ে যেতে পারেন ! ভিজিটর যখন দেখবে আপনার অনেক ফলোয়ার, তখন তারা আকৃষ্ট হয়ে আপনার সাইট ভিজিট করবে। ফেসবুকে ভুলেও বেশি সময় দিবেন না, তবে ব্রাউজারে ওপেন রাখতে পারেন। ফেসবুক, টুইটার, লিংকেডিন, গুগল প্লাস ইত্যাদি তে আপনার সাইটের লিংক নিয়মিত শেয়ার করুন। বর্তমানে সোশ্যাল নেটওয়ার্ককে গুগল বেশি গুরুত্ব দেয় এবং এই গুরুত্বের পরিমান বাড়তেই আছে…

    @Aslam: ভাইয়া কাইন্ডলি আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে হেল্প করুন… 🙂

@Aslam আপনার কথা মত সব করলাম শুধু অথরশিপ ভেরিফাই করতে পারলাম না । এখন আমার প্রশ্ন গুলো হল ।

১। আমি অথরশিপ ভেরিফাই করব কিভাবে…??

২। আপনার মত সুন্দর একতা ফলোয়ার গেজেট বানাবো কিভাবে…??

৩। আমি ভুল ক্রমে পাওয়ারড বাই ব্লগার মুছে ফেলিছি তা যুক্ত করব কিভাবে…??

৪। ন্যাভিগেশন বার ডিলিট করবো কিভাবে…??

যাই হক। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে এত আন্তরিক ভাবে বিষয় গুলো শিখানুর জন্য ।

    Level 0

    @Hafiz Rakib: সময় মত উত্তর দিতে না পারার জন্যে দুঃখিত।
    আপনার প্রবলেম গুলো কি সমাধান হয়েছে?

      @Aslam: Thanx a lot vaia.. হ্যাঁ আমার সকল সমস্যার সমাধান হইছে কিন্তু বাংলাদেশী কিওয়ারড বলে ইনকাম কম। তাই আরেকটা সাইট নিয়ে কাজ শুরু করছি । একটু ভিসিট করে জানাবেন প্লিজ কেমন হল…??

      @Hafiz Rakib: @Aslam: http://www.healthtips24.net/

আর আমি থাকি নরসিংদী । ভাইয়া যদি পেজ রেঙ্ক বাড়ানোর পদ্ধতিটা বলতেন তাহলে খুব ই উপকৃত হতাম ।

Level 0

নিয়ে নিন বাংলা ভাষার এডসেন্স
আমার এড এই সাইট টিকে দেশি অ্যাড-সেন্স বলা যায় কারণ সাইট টি শুধু মাত্র বাংলাদেশী দের কথা ভেবে বানানো হয়েছে ।এখানে আপনি বাংলা /ইংরেজি ওয়েব সাইট, ব্লগার /ওয়ার্ড প্রেস সহ যেকোনো ব্লগ , ফ্রি ডোমেইন, সাব ডোমেইন যেকোনো টির জন্যই আবেদন করতে পারেন । নেই পেমেন্ট উঠানোর ঝামেলা , বিকাশ অথবা যেকোনো ব্যাংক এ এটা করা যাবে । শুধু একটি বিষয়ে খেয়াল রাখতে হবে আপনার সাইট টি তে যেন কোন বাজে কনটেন্ট না থাকে ।
এবার এখানে সাইন আপ করুন আর কাজ শুরু করে দিন নতুন উদ্যোগে
এখানে সাইন আপ করুন