আমার পিসিতে আমি মাইক্রোসফট অফিস ২০০৭ ইনষ্টল করেছি। কিন্তু এর মেনুবার এর অপসন গুলো অফিস ২০০৩ এর মত দেখায়। মানে সেনুতে ক্লিক করলে এর অপসন উপর থেকে নিচর দিকে প্রদর্শিত হয়। আমি চাই মেনুর অপসন গুলো বাম থেকে ডানদিকে প্রদর্শিত হবে। কিভাবে এটি করা যাবে? দয়া করে একটু সাহায্য করবেন।
আমি রিফাত মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am freelancer and SEO worker.
আপনি যে অফিস ২০০৭ ইনস্টল করেছেন তার সাথে সাথে অফিস ২০০৭ ক্লাসিক ম্যানু সফটওয়্যারটিও ইনস্টল হয়েছে হয়তো। আপনি আপনার কন্ট্রোলপ্যানেলের Add/Remove বা Programs and Features এ দেখেন Office 2007 Classic Menu ইনস্টল হয়ে আছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তা Uninstall করে দিন। আপনার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ।