বাংলাদেশ থেকে ডোমেইন কিনার অভিজ্ঞতা এবং এখন সাহায্য কামনা।

প্রায় ৩ বছর হল টেকটিউনস নিয়মিত পড়ি। কিন্তু সদস্য হলাম সাড়ে ৩ মাস আগে। কখনো ভাবিনি টিউন করতে হবে আমাকে । কারন আমি কিছুই জানি না । টেকটিউনস নিতিমালার কারনে টিউন করতেও ভয় পাই । আমি চাই না আমার অ্যাকাউন্ট রিমভ হোক । ভুল হলে ক্ষমা করবেন।

কাজের কথায় আসি, ১ বছর আগে  amadredomain.com নামক একটা ওয়েবসাইট এর বিজ্ঞাপন টেকটিউনস প্রায়ই দেখতাম। মাঝে মাঝে টিউন ও করত । আমি ভাবলাম , খারাপ না হয়ত, নিয়ে দেখি । ৫০০ টাকায় ডোমেইন আর ৭০০ টাকায় ১ জিবি হোস্টিং , তাও আবার সবকিছু আনলিমিটেড ! ৯৯।৯৯% আপ টাইম ! ২৪/৭ সাপোর্ট !

টাকা জমা দেয়ার ২ সপ্তাহ পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ হল । এই শেষ, উনাদের সাথে আর যোগাযোগ করতে পারলাম না । ফোন বন্ধ করে দিলেন । ইমেইল ও রিপ্লাই দেন না। আর স্পিড এত স্লও যে বলার মত না । আমার প্ল্যান ও নষ্ট হয়ে গেল।

২ জুন আমার ডোমেইন এর ১ বছর পূর্ণ হল। ভাবলাম টাকার জন্য হলেও অন্তত আমার সাথে যোগাযোগ করবে । কিন্তু ফলাফল হল আরও খারাপ । ১৩ জুন থেকে আমার ডোমেইন এ অন্য একটা পেজ অপেন হচ্ছে ! (আমার ১ বছর সময়ই কি বৃথা গেল?)

বলা হয় নাই, আমার ডোমেইন এর নাম ছিল cheatsntips.com . দয়া করে কেউ যদি একটু দেখতেন । অনেক ওয়েবসাইট এ দেখলাম "waithing for renew" টাইপের লিখা আছে । আমি কি আমার ডোমেইন পাবো?

আর যদি পাই তাইলে আমি কিভাবে হোস্টিং চেঞ্জ করব? boxhost.me কি ভালো? (boxhost এর বয়স তো মাত্র দেড় বছর ।)

ধন্যবাদ।

Level 0

আমি tahmim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Domain control Jodi apner hate thake Tahole onno kono provider ar under a domainta transfer koren

    Level 0

    @BURN HEART: ধন্যবাদ । জি , ভাই ডোমেইন কন্ট্রোল আমার হাতে কিন্তু কি করতে পারি আমি?

Level New

তাহলে আপনার ডোমেইন টি অন্য কোনো প্রোভাইডার এর কাছে ট্রান্সফার করেন l আর দরকার হলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন
FB Link : http://www.fb.com/burn.h34rt

    @BURN HEART: ডোমেইন যেয়েতু এক্সপেয়ার হয়ে গেছে এবং ওয়েটিং ফর রিনিউ আছে সেহেতু অন্যত্র ট্র্যান্সফার করতে পারবে না ।

ডোমেইন কন্ট্রোল আপনার হাতে থাকলে Domain Renew / (Reactive) করলেই হবে। হোস্টিং কন্ট্রোল আপনার হাতে থাকলে হোস্টিং পরিবর্তন করতে পারবেন অথবা amaderdomain.com এর হেল্প নিতে হবে তা না হলে নতুন করে সাইট তৈরী করতে হবে। হালাল টাকা দিয়ে সার্ভিস নেবেন তা হলে boxhost.me কেন। Godaddy বা Namecheap এ যান। বিশ্বের এক নাম্বার সার্ভিস পাবেন। আমি প্রয়োজনে http://www.dooas.net এর সাহায্য নেই আপনিও দেখতে পারেন ।

Level 0

কিছু দিনের মধ্যে আপনার ডোমেইনটি কেনার জন্য আবার ওপেন করে দেয়া হবে। তখন আপনি নিজেই আবার আপনার ডোমেইনটি কিনতে পারবেন যদি আপনার আগে অন্য কেউ কিনে না নেয়।
মিনহাজ ভাই এর সাথে আমি একমত। http://www.dooas.net এর সার্ভিস নিতে পারেন। ডোমেইন, হোস্টিং এর জন্য ওনারা অনেক ভাল সার্ভিস দেয়।

হায়রে tahmim আপু। জিবনে একটা tune করলেন। তাও আবার ফালতু……

আপনি যাদের থেকে ডোমেইন কিনেছিলেন তাদের সাথে যোগাযোগ করেন ।